মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে রবিবার রাতের বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে। তীব্র শব্দে কেঁপে ওঠে গ্রাম, ধ্বংসস্তূপে পরিণত হয় একটি পাকা বাড়ি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
রাত ১০টা নাগাদ বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে খয়েরতলা গ্রাম। স্থানীয়দের কথায়, বিস্ফোরণের ধাক্কায় বাড়ির ছাদ হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে পাওয়া যায় তিন জনের ছিন্নভিন্ন দেহ। মৃতেরা হলেন মামুন মোল্লা, সাগিরুল সরকার এবং মস্তাকিন শেখ। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতেরা বাড়ির ভিতরে হাতবোমা বাঁধার কাজ করছিলেন। অসাবধানতায় বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে প্রচুর স্প্লিন্টার ও বোমা তৈরির উপাদান পাওয়া গিয়েছে। পুলিশ এবং বম্ব স্কোয়াড এলাকা চিরুনি তল্লাশি চালাচ্ছে। আরও কোথাও সক্রিয় বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে মৃতদের পরিবারের দাবি ভিন্ন। তাঁদের অভিযোগ, বোমা মেরে তিন জনকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগও তদন্তের আওতায় রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে উপস্থিত ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রসপ্রীত সিংহ জানিয়েছেন, ‘‘তিন জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা যুক্ত, তা নিয়ে তদন্ত চলছে।’’
গ্রামের মানুষজনের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বোমার উপকরণ মজুত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মুর্শিদাবাদে বারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us