Home খবর রাজ্য পুজোর মুখে জেলা প্রশাসনে বড় রদবদল নবান্নের, কী কারণে বদলি

পুজোর মুখে জেলা প্রশাসনে বড় রদবদল নবান্নের, কী কারণে বদলি

0

কলকাতা: পুজোর মুখে রাজ্যের প্রশাসনিক স্তরে ফের বড়োসড়ো রদবদল। রাজ্যের একাধিক বিডিও-কে বদলির নির্দেশ। রাজ্যের বেশিরভাগ ব্লকের বিডিও রদবদল করল নবান্ন। আচমকা এই রদবদল নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে।

জানা গিয়েছে, ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারকে রদবদল করল নবান্ন। যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। ৪৭৯ জন ডব্লুবিসিএস অফিসারদের মধ্যে ৩৬৯ জন ডাবলুবিসিএস-কে বিডিও পর্যায় রদবদল করা হল। পাশাপাশি কয়েকজন ডাবলুবিসিএস অফিসারকে নতুন পোস্টিং বা দায়িত্বে দেওয়া হল।

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিডিও পদাধিকারীদের বদলি করা হল। পুজোর ছুটির পরেই তাঁদের নতুন কর্মস্থলে কাজ করতে হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, বিডিও-দের পাশাপাশি জেলাস্তরে কর্মরত আইএসএস স্তরের আধিকারিকদের বদলি করা হল। তালিকায় রয়েছেন ৪০ জন আইএএস অফিসার।

ওয়াকিবহাল মহলের মতে, লোকসভা নির্বাচনের আগে এমনিতেই এই সমস্ত পদাধিকারী বদলি করতে হতো। জাতীয় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একটি পদে কোনও ভাবেই তিন বছরের বেশি কাজ করা যায় না। পদাধিকারীদের অন্যত্র স্থানান্তরিত করার জন্য আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে।

কিছুদিন আগে ১২টি জেলার জেলাশাসক ছাড়াও জেলা পুলিশ প্রশাসনেও বড়সড় রদবদল হয়েছিল। তাঁদেরও কার্যকালের মেয়াদ একই জায়গায় তিন বছরের বেশি হয়ে গিয়েছে। এবারের বদলি-নির্দেশিকায় ব্লক উন্নয়ন আধিকারিক, মহকুমাশাসক এবং অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন।

আরও পড়ুন: পুজোর মুখে সুখবর! উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রস্তুতি এসএসসি-র

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version