কলকাতা: হিডকোর জমি দখল করে গড়ে তোলা পার্টি অফিস সরানো বা ভেঙে ফেলার নির্দেশ কলকাতা হাইকোর্টের। নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা।
নিউ টাউনে হিডকোর জমি দখল করে দলীয় কার্যালয় করার অভিযোগ ওঠে। জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শুক্রবার তৃণমূল কংগ্রেসের সেই দলীয় কার্যালয় ভেঙে ফেলার নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ।
নিউ টাউন এলাকায় সরকারি জমিতে বেআইনি ভাবে তৃণমূলের পার্টি অফিস তৈরি করার অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। জমিটি রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ‘হিডকো’র বলে জানা যায়। ওই নির্মাণ নিয়ে হিডকোর বক্তব্য জানতে চেয়েছিল হাইকোর্ট।
এ দিন হিডকোর তরফে রিপোর্ট দেওয়া হয়। হিডকো রিপোর্ট দিয়ে জানায়, বেআইনি পার্টি অফিস তাদের জমিতেই গড়ে উঠেছে। এরপরেই দলই কার্যালয়গুলো ভেঙে ফেলার নির্দেশ দেন বিচারপতি।
বিচারপতি অমৃতা সিংহের সিঙ্গল বেঞ্চের নির্দেশ, ওই স্থানে রাজ্যের শাসকদলের যে তিনটি কার্যালয় রয়েছে, তা ভেঙে ফেলতে হবে। তবে মামলাকারী এ দিনের শুনানিতে দাবি করেন, হিডকোর জমিতে এমন আরও ৩৫টি রাজনৈতিক দফতর বানানো হয়েছে।
যা শুনে বিচারপতি এদিন বলেন, “কেন নিজেদের সম্পত্তি রক্ষা করতে পারছেন না? দখল হয়ে যাচ্ছে ফুটপাত! নির্মাণ করা হচ্ছে অবৈধ ভাবে! আপনাদের কি কোনো নির্দিষ্ট আইন নেই?”