Homeখবররাজ্যউত্তরবঙ্গে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, মিষ্টি হাব তৈরির পরিকল্পনা রাজ্যের

উত্তরবঙ্গে নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, মিষ্টি হাব তৈরির পরিকল্পনা রাজ্যের

প্রকাশিত

উত্তরবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার ঘটাতে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সেখানে একটি নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের পরিকল্পনা করা হয়েছে, যেখানে ভুট্টা প্রক্রিয়াকরণ করে বিভিন্ন খাদ্যপণ্য, বিশেষত পোলট্রি ফিড তৈরি করা হবে। পাশাপাশি, উত্তরবঙ্গে একটি মিষ্টি হাব গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে।

রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দপ্তরের মন্ত্রী অরূপ রায় জানান, “উত্তরবঙ্গের মিষ্টি ব্যবসায়ীদের কাছ থেকে একটি মিষ্টি হাব তৈরির প্রস্তাব পেয়েছি। আমরা সেই প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ করব। তিনি অনুমোদন দিলেই কাজ শুরু হবে।”

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিটটি শিলিগুড়ি বা তার আশেপাশের এলাকায় স্থাপন করা হতে পারে। প্রাথমিকভাবে এই ইউনিটে শুধুমাত্র ভুট্টা প্রক্রিয়াকরণ করা হবে এবং বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হবে। মন্ত্রী জানান, “২০২৫ সালের মধ্যেই আমরা এই ইউনিটটি চালু করার চেষ্টা করছি।”

বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ১০০টি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে, যার মধ্যে ১০% সরাসরি রাজ্য সরকারের পরিচালনায় চলছে।

অরূপ রায় কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত ২১তম ইন্টারন্যাশনাল ফুডটেক ২০২৪-এর উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে প্রায় ১৭৫টি দেশীয় এবং আন্তর্জাতিক সংস্থা অংশগ্রহণ করেছিল। তিনি জানান, “আমরা আম, আনারস এবং কমলার মতো ফলের প্রক্রিয়াকরণে আরও গতি আনতে চাই। একইসঙ্গে, জয়নগরের মতো গ্রামীণ এলাকায় খাদ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে।”

প্রদর্শনীর প্রধান আহ্বায়ক জাকির হোসেন বলেন, “আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গ্রামীণ শিল্পের প্রসার ঘটানোর চেষ্টা চলছে। যেমন, জয়নগরে মোয়া তৈরিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।”

সব খরব পড়ুন এখানে

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।