Home খবর রাজ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে আবারও ‘রাত দখল’-এর ডাক দিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রিমঝিম সিংহরা। আগামী রবিবার, ৮ সেপ্টেম্বর রাত ১১টা থেকে শুরু হবে এই কর্মসূচি। এর আগে গত ১৪ আগস্ট এই একই দাবিতে রিমঝিমের ডাকে অগণিত নারী ও পুরুষ রাজপথে নেমেছিলেন। এবারও ‘রাত দখল’ আন্দোলনে মহিলাদের পাশাপাশি পুরুষদেরও যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে রিমঝিম বলেন, “শাসকের ঘুম ভাঙাতে নতুন ভোরের গান গাইতে হবে।” তিনি আরও বলেন, “গুপী গাইন বাঘা বাইন ছবির মতো আমরা শাসকদের ঘুম ভাঙাতে চাই।” এই কর্মসূচিতে মূলত ব্যান্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সন্দীপের আর্জি খারিজ, আরজি করে দুর্নীতি তদন্ত সিবিআইকেই চালিয়ে যেতে বলল সুপ্রিম কোর্ট

গত ৮ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হওয়ার পর, এই ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট রিমঝিমের উদ্যোগে ‘রাত দখল’ কর্মসূচি ব্যাপক সাড়া পায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মানুষ মোমবাতি ও প্ল্যাকার্ড হাতে পথে নামেন। এবারও সুপ্রিম কোর্টে শুনানির আগে আরও একবার ‘রাত দখল’ আন্দোলন সফল করার উদ্দেশ্যে রিমঝিম ও তাঁর সহকর্মীরা নেমে পড়েছেন।

এদিকে, শিলিগুড়ির হাসমিচকে আগামী সোমবার ‘ভোর দখল’-এর ডাক দেওয়া হয়েছে। টেবিল টেনিস তারকা মান্তু ঘোষও এই কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version