আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
কলকাতা হাই কোর্টে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে দায়ের হওয়া একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে সন্দীপের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সন্দীপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালত সন্দীপ ঘোষের আবেদন খারিজ করে দেয়, ফলে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে।
এই রায়ের পর সন্দীপ ঘোষের আইনি লড়াইয়ের পথ সংকীর্ণ হয়ে গেল। সিবিআই ইতিমধ্যেই আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু করেছে। আদালতের এই রায় সংশ্লিষ্ট মহলে বড় আঘাত বলে ধরা হচ্ছে।