Homeখবররাজ্যলক্ষ্য বিরোধী জোট? নবান্নে মঙ্গলবার মমতা-নীতীশ বৈঠক

লক্ষ্য বিরোধী জোট? নবান্নে মঙ্গলবার মমতা-নীতীশ বৈঠক

প্রকাশিত

অখিলেশ যাদব, নবীন পট্টনায়েকের পর এবার নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ এপ্রিল তারিখ কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দুপুর ২টো নাগাদ নবান্নে তাঁর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী জোট নিয়ে আলোচনা হতে পারে তাঁদের মধ্যে। চব্বিশে লোকসভা ভোটের প্রস্তুতি হিসেবে বিজেপি বিরোধী দলগুলিকে ফের ঐক্যবদ্ধ করার প্রয়াস শুরু হয়েছে। মূলত সেই লক্ষ্যেই মমতা-নীতিশ বৈঠক হতে চলেছে আগামী মঙ্গলবার।

প্রসঙ্গত, গত মাসে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব দলের জাতীয় সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসে কালীঘাটে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। প্রায় আধঘণ্টা ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। আলোচনা সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, কেন্দ্রের সমালোচনায় সরব হন অখিলেশ।

এর পর গত মাসের শেষ সপ্তাহে ওড়িশা সফরে গিয়ে তৃণমূল সুপ্রিমো নিজে দেখা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়েকের সঙ্গে। সেখানেও উভয়ের মধ্যে বিরোধী জোট নিয়ে আলোচনা হযেছে। এরপর কিছু দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এসে বৈঠক করেন জেডি(এস) সুপ্রিমো এইচ ডি কুমারস্বামীও। ফলত নীতিশের সঙ্গে এই বৈঠকও লোকসভা ভোটের আগে বিরোধী জোটের সলতে পাকানো বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ‘পুঞ্চে হামলা পুলওয়ামার মতোই’, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আরজেডি বিধায়কের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

বাংলার লোকশিল্প ‘গোমীরা মুখা নাচ’কে পুজো মণ্ডপে তুলে ধরতে প্রস্তুত খিদিরপুর পল্লী শারদীয়া

খিদিরপুর পল্লী শারদীয়া পুজো মণ্ডপে এবার উত্তরবঙ্গের দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘গমীরা মুখা নাচ’। শিল্পী শঙ্কর পালের সৃজনে ধরা পড়ছে লোকশিল্পের ঐতিহ্য ও দেবীপক্ষের আবাহন।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।