Home রাজ্য উঃ ২৪ পরগনা প্রখর দাবদাহ! অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীদের পাশে উত্তর বরানগর আইএনটিটিইউসি

প্রখর দাবদাহ! অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীদের পাশে উত্তর বরানগর আইএনটিটিইউসি

0

ব্যারাকপুর: এক নাগাড়ে চলছে তাপপ্রবাহ। গ্রীষ্মের প্রখর দাবদাহ উপেক্ষা করে পরিষেবা দিয়ে চলেছেন অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীরা। তাঁদের পাশে দাঁড়াল উত্তর বরানগর আইএনটিটিইউসি।

উত্তর বরানগর আইএনটিটিইউসি সভাপতি শংকর রাউতের উদ্যোগে বৃহস্পতিবার অটো, টোটোচালক-সহ পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত সকলকে ঠাণ্ডা পানীয় জল ও গ্লুকোনডি তুলে দেওয়া হয়।

এহেন মানবিক উদ্যোগ খুশি ও আনন্দিত অটো, টোটোচালক-সহ পরিবহণকর্মীরা। এই উদ্যোগের প্রশংসা করে এক অটোচালক বলেন, “গরমে প্রাণ ওষ্ঠাগত সকলেরই। বিশেষ করে ভরদুপুরে রাস্তায় বেরোলে প্রাণ হাঁসফাঁস করে। কিন্তু আমাদের তো বেরোতেই হবে। এমন পরিস্থিতিতে আমাদের পাশেও যে দাঁড়ানোর মতো কেউ রয়েছে, সেটাই আজ আরও একবার স্পষ্ট হল”।

উদ্যোক্তা শংকর রাউত বলেন, “বিভিন্ন সময়েই আমরা সকলের কথা ভেবে নানারকমের কর্মসূচি নিয়ে থাকি। নতুন করে বলার নয়, এখন তীব্র গরমে মানুষের অবস্থা কাহিল। পরিবহণ শিল্পের সঙ্গে যুক্ত ভাই-বন্ধুদের সুস্বাস্থ্য কামনায় আমরা আজ ঠাণ্ডা পানীয় জল এবং গ্লুকোনডি তুলে দিলাম”।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version