বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ এলাকায় সেনাবাহিনীর গাড়িতে আগুন। জানা গিয়েছে, চার সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাটা ধুরিয়ান এলাকায়। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে অনেকেই সন্দেহ করছেন বজ্রপাতের কারণে আগুন লেগে থাকতে পারে।
ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেটিতে ওই আগুন লাগার ঘটনাও রেকর্ড হয়েছে। ভিডিয়োটিতে গাড়িটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যাচ্ছে। গাড়িতে আগুন লাগতে দেখে লোকজনকেও দ্রুত ঘটনাস্থলে ছুটে যেতে দেখা যাচ্ছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ট্রাকটিতে দাই দাউ করে আগুন জ্বলছে। পুরো ট্রাকটিই একটি বিশাল আগুনের গোলাতে পরিণত হয়েছে। ঘটনার আরও একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, ঘটনাস্থলে সেনা আধিকারিক ও কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।