Homeরাজ্যউঃ ২৪ পরগনাবারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

বারাসতের কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

প্রকাশিত

শনিবার সন্ধ্যা। ঘড়িতে তখন সাতটা পেরিয়েছে। হঠাৎই আগুন লেগে যায় বারাসতের বামুনমুড়া কদম্বগাছি এলাকার একটি কারখানায়। মুহূর্তে চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়, শোনা যায় একের পর এক বিস্ফোরণের শব্দ। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানার ভিতরে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে বলে অনুমান। তবে এখনও পর্যন্ত এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, দমকলের ১৮টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, তবুও ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুন নেভানো সম্ভব হয়নি।

 দমকলকর্মীর অসুস্থতা, স্থানীয়দের ক্ষোভ

অগ্নিনির্বাপণে নেমে এক জন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন, তাঁকে সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আপাতত সুস্থ।
স্থানীয়দের অভিযোগ, দমকলে সময়ে খবর দিলেও তারা দেরিতে পৌঁছয়, যার জেরে আগুন আরও ভয়াবহ রূপ নেয়।

তাঁদের আরও দাবি, শুধু কারখানা নয়, পাশে থাকা গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে এবং অনেক মালপত্র পুড়ে যায়। সেখানে রঙের কারখানা ছাড়াও আরও এসি সহ কয়েকটি অন্যান্য পণ্যের গোডাউন রয়েছে বলে খবর।

কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না?

ঘটনাস্থলে রাত ১১টা নাগাদ পৌঁছন দমকলের ডিজি। তিনি বলেন, “আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা এখন আর নেই। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে।”

তাঁর কথায়, প্রাথমিক তদন্তে কারখানায় কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলেই ধারণা। যদিও তিনি স্পষ্ট করেছেন, “সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আগুন নেভানোই আমাদের প্রথম লক্ষ্য, পরে তদন্ত করে দেখা হবে।”

ঘটনাস্থলে পৌঁছেছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি দমকল এবং প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন।

 উঠছে আরও প্রশ্ন

কারখানার লাইসেন্স, অগ্নিনির্বাপক নীতি মানা হয়েছিল কি না, সিলিন্ডার বা দাহ্য পদার্থ ঠিকভাবে সংরক্ষিত ছিল কি না—এই সমস্ত দিক এখন প্রশাসনের তদন্তের বিষয়।

স্থানীয় বাসিন্দাদের অনেকে প্রশ্ন তুলছেন, “এমন বিপজ্জনক বস্তু থাকা সত্ত্বেও কেন আগেই ব্যবস্থা নেওয়া হয়নি?”
এবং প্রশাসনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও।

যদিও বড় কোনও প্রাণহানির খবর মেলেনি এখনও পর্যন্ত, কিন্তু একটি বিস্ফোরকভর্তি কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বারাসতের এই ঘটনা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

আরও পড়ুন

SIR ঘোষণা হতেই ফের এনআরসি আতঙ্ক! আগরপাড়ায় আত্মঘাতী প্রৌঢ়, মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী প্রদীপ কর। ঘটনাস্থলে পুলিশ কমিশনার। মুখ্যমন্ত্রীর তীব্র ক্ষোভ— “বাংলা এনআরসি মানবে না।”

শান্তিনিকেতনের কাছে ফুলডাঙার ‘সারদা পাঠশালা’র উদ্যোগে শামিল বালার্ক থিয়েটার

নাটক নিয়ে, স্টোরিটেলিং নিয়ে, মূকাভিনয় নিয়ে বালার্কর সদস্যরা মিশে গিয়েছিলেন সেই পঞ্চান্ন জন কচিকাঁচার সাথে।

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে বড় ঘোষণা! বনগাঁ-দমদম ক্যান্টনমেন্টে চালু হচ্ছে ৫টি নতুন লোকাল

বিমানবন্দর রুটে মেট্রো চালুর আগে দমদম ক্যান্টনমেন্ট হয়ে উঠছে নতুন ট্রান্সপোর্ট হাব। সেই লক্ষ্যে বনগাঁ শাখায় চালু হচ্ছে ৫টি নতুন লোকাল ট্রেন।