উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার দেশপ্রিয় নগরের বাসিন্দা সায়ন ঘোষের ঢাকা ভ্রমণ যেন রূপকথার বদলে দুঃস্বপ্নে পরিণত হল। বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। কিন্তু ফেরার আগের দিনই ঢাকার রাস্তায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। রক্তাক্ত অবস্থায় কোনও রকমে প্রাণ নিয়ে দেশে ফিরতে পারলেও, আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না সায়ন।
২৩ নভেম্বর ঢাকায় বন্ধুর বাড়িতে যান সায়ন। ২৬ নভেম্বর ফেরার কথা ছিল। তবে ২৫ তারিখ বন্ধুর সঙ্গে বাজারে বেরোনোর সময়ই ঘটে বিপত্তি। অভিযোগ, একটি দল ভারত থেকে আসার কারণ জানতে চেয়ে সায়নের উপর চড়াও হয় এবং মারধর শুরু করে। প্রকাশ্য রাস্তায় এমন নৃশংস ঘটনা ঘটলেও কেউ সাহায্য করতে এগিয়ে আসেননি। বন্ধু কোনও রকমে সায়নকে উদ্ধার করলেও, ততক্ষণে সায়নের শরীর রক্তে ভেসে যাচ্ছে।
থানায় গিয়েও মিলল না কোনও সাহায্য। পুলিশ প্রথমে চিকিৎসা করিয়ে আসতে বলে। সেখানেও একের পর এক হাসপাতাল ঘুরেও চিকিৎসা মেলেনি। শেষ পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজে তাঁর চিকিৎসা হয়। সায়নের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর মোবাইল এবং টাকা-পয়সা লুট করেছে। ভয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ফিরতে বাধ্য হন তিনি।
বাড়ি ফিরে বেলঘরিয়া থানায় এবং গেদে সীমান্তে শুল্ক অফিসে অভিযোগ দায়ের করেছেন সায়ন। সোমবার কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে বিস্তারিত অভিযোগ জানাবেন বলে জানান তিনি। এদিকে, ঢাকায় রয়ে যাওয়া বন্ধুর নিরাপত্তা নিয়েও চিন্তিত সায়ন।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় দিল্লিও উদ্বেগ প্রকাশ করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বার বার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। তবে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে বলে মত বিশ্লেষকদের।