Homeখবররাজ্যউত্তরবঙ্গে থামছে না বৃষ্টি! সোমবারও ঝড়বৃষ্টির আশঙ্কা, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তরবঙ্গে থামছে না বৃষ্টি! সোমবারও ঝড়বৃষ্টির আশঙ্কা, আলিপুরদুয়ারে ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশিত

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। রবিবার রাতভর বর্ষণে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, দিনাজপুর ও মালদহের বিস্তীর্ণ এলাকায় জনজীবন কার্যত থমকে গেছে। প্রবল বৃষ্টির জেরে ধস নেমেছে পাহাড়ে, ডুয়ার্স-সহ সমতলের বহু এলাকা প্লাবিত। নদীগুলির জলস্তর বেড়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বৃষ্টির কারণে আটকে পড়েছেন বহু পর্যটক, ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, সেতু ও ঘরবাড়ি। প্রাণহানির ঘটনাও ঘটেছে একাধিক জায়গায়।

আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, সোমবারও উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং তার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদরা জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে, তবে পুরোপুরি থামবে না।

হাওয়া অফিস জানিয়েছে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপ এখন বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে। যদিও এর শক্তি কিছুটা কমেছে, তবুও তার প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর সংলগ্ন ঘূর্ণাবর্ত এখন রয়েছে উত্তর-পূর্ব বিহারের উপরে, যার কারণে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি চলছে।

রবিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিতে জারি হয়েছিল লাল সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি ছিল, মালদহে হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি।

রবিবারের মতোই সোমবারও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের অনুমান, উত্তরবঙ্গের সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না — কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, সেটাই আপাত স্বস্তির বার্তা।

মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও, দক্ষিণ দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ওই দুই জেলায় মঙ্গলবারও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে সতর্কতা জারি করার মতো তীব্রতা আর থাকবে না।

উত্তরবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য সিকিম, অসম ও মেঘালয়েও প্রবল বৃষ্টি হয়েছে। ফলে দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় আরও ধস নামার আশঙ্কা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর আরও কিছুটা বাড়তে পারে, এবং কয়েকটি নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই আবহে প্রশাসন সতর্ক। পাহাড়ি রাস্তায় চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে একাধিক জায়গায়। দুর্যোগ মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজে নামানো হয়েছে। তবে আবহবিদদের স্পষ্ট বার্তা — “উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি এখনই থামছে না।”

আরও পড়ুন: উত্তরবঙ্গে বন্যা ও অতিবৃষ্টিতে একাধিক ট্রেন বাতিল, পর্যটকদের জন্য বিশেষ বাস পরিষেবা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শহুরে জীবন, কর্মক্ষেত্রে মানসিক চাপ, ‘কুল ইমেজ’ দেখানোর মোহে ধুূমপান বাড়ছে তরুণী ও মহিলাদের মধ্যে, জানাচ্ছে সমীক্ষা

দক্ষিণবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন, কমবে আর্দ্রতা ও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই, বর্ষা বিদায়ের পথে বাংলা।

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

দৈনিক আট ঘণ্টা কাজের দাবি করেই কাজ হারালেন দীপিকা? দেশের ফিল্‌ম ইন্ডাস্ট্রির কী মুখোশ খুললেন?

খবর অনলাইন ডেস্ক: অবশেষে নীরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন। কেন সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ এবং...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: বাংলার রিচার দুরন্ত লড়াই ব্যর্থ, প্রোটিয়াদের জয় এল ক্লার্কের ব্যাট থেকে

ভারত: ২৫১ (৪৯.৫ ওভার) (রিচা ঘোষ ৯৪, প্রতীকা রাওয়াল ৩৭, ক্লোয়ে ট্রায়ন ৩-৩২, মেরিজেন...

আরও পড়ুন

নেদারল্যান্ডসের সহায়তায় রাজ্যে ২ বিশেষ ফুলচাষ কেন্দ্র! নদিয়া ও দার্জিলিংয়ে গড়ে উঠছে ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স

রাজ্যের ফুলচাষে নতুন দিগন্ত! নেদারল্যান্ডসের সহায়তায় নদিয়ার আয়েশপুর ও দার্জিলিংয়ের মংপুতে গড়ে উঠছে ২টি ফ্লোরিকালচার সেন্টার ফর এক্সেলেন্স। আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ পাবেন রাজ্যের ফুলচাষীরা।

কাগজ না থাকলেই নাম কাটা নয়, কী করতে হবে বিএলও-দের জানিয়ে দিল নির্বাচন কমিশন

ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল নির্বাচন কমিশন। হাতে কাগজ বা প্রমাণপত্র না থাকলেও...

পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৬৮০ কোটি টাকা পেল বাংলা! খরচ হবে পঞ্চায়েত উন্নয়নে 

পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ পেল ৬৮০ কোটি ৭১ লক্ষ টাকা। রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের জন্য বরাদ্দ এই অর্থ ‘সংযুক্ত অনুদান’ খাতে ব্যবহৃত হবে।