Homeখবররাজ্যদক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে রেড অ্যালার্ট

দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে রেড অ্যালার্ট

প্রকাশিত

বৃষ্টির দাপট কিছুটা কমলেও রাজ্যজুড়ে এখনও স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। রবিবার সকালেও কলকাতার আকাশ মেঘলা ছিল এবং থেমে থেমে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মুষলধারে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে বিভিন্ন জেলায়।

অন্যদিকে উত্তরবঙ্গের চিত্র অনেকটাই আলাদা। শনিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত সেখানে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রবিবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে ২০ সেন্টিমিটারেরও বেশি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। একইসঙ্গে সোমবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণাবর্তের অবস্থান বর্তমানে পূর্ব বিহার ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের উপর। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিমি উচ্চতায় এই ঘূর্ণাবর্ত রয়েছে। মৌসুমি অক্ষরেখা ফেরোজপুর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে সমুদ্র থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের বায়ুমণ্ডলে, যার ফলেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ধরনের পরিস্থিতি হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তৈরি হতে পারে। আগামী বৃহস্পতিবার নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে সামান্য কম।

সার্বিক ভাবে বলা যায়, রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ এখনও চঞ্চল। বিশেষ করে উত্তরবঙ্গে পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ভ্রমণ অনলাইন থেকে রইল বেড়ানোর ছক

চলুন সড়কপথে: জয়পুর থেকে জৈসলমের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।