Homeখবররাজ্য'কেয়াপাতার নৌকো'র স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত

‘কেয়াপাতার নৌকো’র স্রষ্টা প্রফুল্ল রায় প্রয়াত

প্রকাশিত

কলকাতা: প্রয়াত হলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

‘কেয়াপাতার নৌকো’-সহ দেড়শোর বেশি উপন্যাস-গল্পের স্রষ্টা প্রফুল্ল রায় গত কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছিল বলে তাঁর আত্মীয়দের সূত্রে জানা যায়। শেষ পর্যন্ত তাঁকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়। সেখানেই মারা গেলেন তিনি।

১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকা-বিক্রমপুরের আটপাড়া গ্রামে জন্ম প্রফুল্ল রায়ের। দেশভাগের পর ১৯৫০ সালে চলে আসেন এপার বাংলা। কলকাতাই হয় তাঁর স্থায়ী বসত। শুরু হয় তাঁর সাহিত্যসাধনা। ১৯৫৪ সালে একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত হয় তাঁর প্রথম গল্প ‘মাঝি’। তার পর থেকে টানা ৬৬ বছর প্রফুল্ল রায় সাহিত্য সৃষ্টি করে এসেছেন। বেশ কিছু দিন নাগাল্যান্ডে ছিলেন। সেখান থেকেই তাঁর প্রথম উপন্যাস ‘পূর্ব পার্বতী’ প্রকাশিত হয়।

প্রফুল্ল রায়ের অমর সৃষ্টিগুলির মধ্যে রয়েছে ‘কেয়াপাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘নোনা জল মিঠে মাটি’, ‘আকাশের নীচে মানুষ’, ‘রাজা আসে রাজা যায়’, ‘সিন্ধুপারের পাখি’, ‘একটা দেশ চাই’ ইত্যাদি। তাঁর লেখায় মূর্ত হয়ে উঠত দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তুদের বেদনাদায়ক অভিজ্ঞতা। একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে — সাহিত্য অকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার, রামকুমার ভুয়ালকা পুরস্কার, শরৎ স্মৃতি পুরস্কার ইত্যাদি।

প্রফুল্ল রায়ের বহু উপন্যাস থেকে চলচ্চিত্র হয়েছে। তাঁর উপন্যাস থেকে প্রথম ছবিই সুপারহিট। ‘এখানে পিঞ্জর’, যার নায়ক ছিলেন উত্তমকুমার। উত্তম অভিনয় করেছিলেন লেখক-সাহিত্যিকের ভূমিকায় । প্রফুল্ল’র ‘প্রথম তারার আলো’ উপন্যাসের নাম পাল্টে তৈরি হয় ‘বাঘবন্দি খেলা’। উত্তমকুমার সেই ছবিতে এক সাংঘাতিক চরিত্রে। প্রফুল্ল রায়ের কাহিনি থেকে ছবি তৈরি করেছেন তপন সিংহ থেকে গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত থেকে হরনাথ চক্রবর্তী, বীরেশ চট্টোপাধ্যায় থেকে রাজা সেন। তাঁর লেখা খানতিরিশেক উপন্যাস এবং ছোটো-বড়ো গোটাদশেক গল্প মিলিয়ে বাংলা, হিন্দি ও ওডিয়া ভাষায় চল্লিশের কাছাকাছি ছবি, টেলিফিল্ম, টেলি সিরিয়াল, সোপ হয়েছে। পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রায় ২৫টি।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আবু সাঈদ হত্যা-সহ ৫ অভিযোগে হাসিনার বিরুদ্ধে রায়ের আগে উত্তপ্ত বাংলাদেশ; মৃত্যুদণ্ডের আবেদন সরকারের, আপিলের সুযোগ নেই

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রায়। অন্তর্বর্তী সরকারের তরফে মৃত্যুদণ্ডের আবেদন। পলাতক থাকায় আপিলের সুযোগ নেই বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

সোনভদ্রের পাথরখাদানে ধস: তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার, বেশ কয়েকজন এখনও আটকে রয়েছেন

খবর অনলআইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্র জেলার বিল্লী মারকুন্ডি এলাকায় একটি পাথরখাদানে ধসে তিনজন শ্রমিকের...

দিল্লি গাড়ি বিস্ফোরণ: আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল এনআইএ, কাশ্মীরি যুবক গ্রেফতার

খবর অনলাইন ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করল জাতীয়...

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার নির্বাচনে পরাজয়ের পর তেজস্বী যাদবের সঙ্গে বৈঠকে তীব্র বিরোধের জেরে রাজনীতি ও পরিবার থেকে দূরে সরে গেলেন লালু যাদবের মেয়ে রোহিনী আচার্য। অভিযোগ উঠছে সঞ্জয় যাদব ও রমিজ নেমত খানের ভূমিকাও রয়েছে।

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”