Homeখবররাজ্যঅসম থেকে ফের এনআরসি নোটিস, কোচবিহারের ৭৫ বছরের বৃদ্ধকে ‘বাংলাদেশি’ তকমা!

অসম থেকে ফের এনআরসি নোটিস, কোচবিহারের ৭৫ বছরের বৃদ্ধকে ‘বাংলাদেশি’ তকমা!

কোচবিহারের নিশিকান্ত দাসকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে দেওয়া হল এনআরসি নোটিস। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে, বাংলায় আতঙ্ক ছড়াতেই বিজেপির ষড়যন্ত্র।

প্রকাশিত

কোচবিহার: অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে ফের এক বাঙালি বাসিন্দাকে পাঠানো হল এনআরসি নোটিস। এ বার নিশানা কোচবিহারের মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়াড় বাড়ি এলাকার ৭৫ বছর বয়সি নিশিকান্ত দাস। নোটিসে বলা হয়েছে, ১৯৬৬ থেকে ১৯৭১ সালের মধ্যে তিনি বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন।

অথচ নিশিকান্তবাবু জানাচ্ছেন, তিনি এক জন প্রকৃত ভারতীয় নাগরিক এবং তাঁর কাছে রয়েছে জমির দলিল, ভোটার কার্ড, আধার সহ একাধিক নথিপত্র। তা সত্ত্বেও ফরেনার্স ট্রাইব্যুনাল তাঁর নথিগুলি ‘গ্রাহ্য’ করেনি।

নিশিকান্ত জানান, ২৬ বছর আগে জীবিকার সন্ধানে অসমে গিয়েছিলেন তিনি। সেখানেই একবার বাংলাদেশি সন্দেহে পুলিশ তাঁকে আটক করে। কিন্তু প্রয়োজনীয় পরিচয়পত্র জমা দেওয়ার পরে তিনি মুক্তি পান। এরপর কিছুদিন কাজ করে ফিরে আসেন কোচবিহারে। সেই ঘটনার এত বছর পর আবার তাঁকে বাংলাদেশি তকমা দেওয়া হল, যা নিয়ে ক্ষুব্ধ তিনি।

নোটিস পাওয়ার পরে ট্রাইব্যুনালে ভোটার কার্ড, আধার, জমির দলিল-সহ সমস্ত নথি জমা দিলেও, সেগুলি আমল পায়নি আদালত। এখন তাঁকে ভোটার তালিকায় পিতার নাম-সহ অতিরিক্ত প্রমাণ চাওয়া হয়েছে। নিশিকান্তবাবু জানিয়েছেন, তিনি আর ফরেনার্স ট্রাইব্যুনালের কাছে প্রমাণ দিতে চান না। তাঁর কথায়, “আমি ভারতীয়, সেটার জন্য আর প্রমাণ দিতে যাব না।”

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিশিকান্ত দীর্ঘদিন ধরেই তাঁদের প্রতিবেশী। ছোটবেলা থেকেই তাঁকে তাঁরা চেনেন।

শনিবার নিশিকান্তবাবুর বাড়িতে গিয়ে তাঁকে আশ্বস্ত করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, “এই সব করে বাংলার বাঙালিদের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করছে বিজেপি। এটা একেবারেই রাজনৈতিক ষড়যন্ত্র।”

এর আগে দিনহাটার উত্তম ব্রজবাসী ও ফালাকাটার গৃহবধূ অঞ্জলি শীলকেও অনুপ্রবেশকারী সন্দেহে এনআরসি নোটিস পাঠানো হয়। সেই ঘটনা তুলে ২১ জুলাই ধর্মতলার সভা থেকেও বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিশিকান্ত দাসের ঘটনা ফের সেই বিতর্কে ঘি ঢালল।

আরও পড়ুন: ভিন্‌রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, রেহাই মিলছে ‘পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট’-এ, কী ভাবে মিলবে?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

ব্যঙ্গেই ভবিষ্যদ্বাণী! যশবন্ত সিনহার ‘এক্স’ পোস্টের সঙ্গে পুরোপুরি মিলে গেল বিহার নির্বাচনের ফল

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার তিন দিন আগে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী...

ভারত-দঃ আফ্রিকা ১ম টেস্ট: বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে ইডেনে প্রথম দিনেই বাভুমাদের বিপর্যয়

দক্ষিণ আফ্রিকা: ১৫৯ (আইডেন মার্করাম ৩১, জসপ্রীত বুমরাহ ৫-২৭, কুলদীপ যাদব ২-৩৬, মহম্মদ সিরাজ...

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”