Homeখবররাজ্যগ্রেফতার নয়, নাগরিকত্ব যাচাই করতে আটক—ওড়িশা সরকারের দাবি হাই কোর্টে, হলফনামা তলব

গ্রেফতার নয়, নাগরিকত্ব যাচাই করতে আটক—ওড়িশা সরকারের দাবি হাই কোর্টে, হলফনামা তলব

প্রকাশিত

ওড়িশায় আটক বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিতর্কে বুধবার নতুন মোড়। কলকাতা হাই কোর্টে ওড়িশা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও শ্রমিককে গ্রেফতার করা হয়নি। তাঁদের শুধু ভারতীয় নাগরিক কি না, তা যাচাই করার জন্য আটক করা হয়েছিল।

বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ওড়িশার অ্যাডভোকেট জেনারেল (এজি) পীতাম্বর আচার্য বলেন, “আমি দায়িত্ব নিয়ে বলছি, কাউকে গ্রেফতার করা হয়নি। বৈদেশিক আইন অনুযায়ী তথ্য যাচাই করা হয়েছে মাত্র।” তবে মৌখিক বক্তব্য নয়, লিখিতভাবে এই দাবি আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। আগামী ২৮ অগস্ট মামলার পরবর্তী শুনানি। তার আগে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে ওড়িশা সরকারকে।

কী বলেছে ওড়িশা?

এজি পীতাম্বর আচার্য আরও বলেন, “বাঙালিরা আমাদের প্রতিবেশী, বন্ধু, ভাই। আমরা কোনওভাবেই বাঙালি বিদ্বেষী নই। ওড়িশায় বহু বাঙালি বাস করেন। এমনকি ওড়িশা হাই কোর্টের প্রধান বিচারপতিও বাংলার মানুষ।”

মামলার পটভূমি

সম্প্রতি ওড়িশায় পশ্চিমবঙ্গের বেশ কয়েক জন পরিযায়ী শ্রমিককে আটক করা হয়। তাঁদের অনেকেই মালদহ, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বাসিন্দা। শ্রমিকদের সঙ্গে পরিবার যোগাযোগ করতে না পারায় উদ্বেগ ছড়ায়। পরে জানা যায়, ওড়িশার সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে তাঁদের নাগরিকত্ব যাচাই করা হচ্ছে।

এ নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ চিঠি লেখেন ওড়িশার মুখ্যসচিবকে। একইসঙ্গে, আটক শ্রমিকদের পরিবারের তরফে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করা হয়।

আদালতের প্রশ্ন

গত শুনানিতে হাই কোর্ট জানতে চায়,

  • কেন তাঁদের আটক করা হয়েছে?
  • কোনও এফআইআর দায়ের হয়েছে কি?
  • এখন কোথায় রয়েছেন ওই শ্রমিকেরা?
  • আটক করার পর কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

এই প্রশ্নগুলির লিখিত উত্তর চেয়ে ওড়িশা সরকারের কাছে হলফনামা চেয়েছে আদালত।

ওড়িশা সরকারের পক্ষ থেকে শ্রমিকদের গ্রেফতারের অভিযোগ অস্বীকার করলেও, হাই কোর্ট বিষয়টি লিখিতভাবে নিশ্চিত করতে বলায় মামলার পরবর্তী পর্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার সংক্রান্ত এই মামলায় রাজ্য ও কেন্দ্রীয় স্তরের আন্তঃরাজ্য সমন্বয়ের দিকটিও নতুন করে আলোচনায় উঠে আসছে।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচন শুরু করতে প্রস্তুত নির্বাচন কমিশন, সংখ্যার খেলায় এগিয়ে এনডিএ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার নির্বাচনে সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও বড় হার আরজেডি-র! মাত্র ২৫ আসন— কেন হল এমন?

বিহার নির্বাচনে RJD-র ভোটশেয়ার ছিল সর্বোচ্চ ২৩%, তবু মাত্র ২৫ আসনে জয়। কেন সর্বোচ্চ ভোটশেয়ার পেয়েও জিততে পারল না RJD? বিশদ বিশ্লেষণ।

জম্মু-কাশ্মীরের নওগাম থানায় ভয়াবহ বিস্ফোরণ: ৯ জন নিহত, ৩২ জন আহত

খবর অনলাইন ডেস্ক: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন...

ভোরে এজরা স্ট্রিটে ভয়াবহ আগুন, গুদাম ছাড়িয়ে ছড়াল আবাসনে, ২৩টি ইঞ্জিনে আগুন নেভানোর চেষ্টা

কলকাতার এজ়রা স্ট্রিটে ভোরবেলা গুদামে ভয়াবহ আগুন। ২৩টি ইঞ্জিনে লড়াই দমকলের। আগুন ছড়িয়েছে আশপাশের বাড়িতেও। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল।

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

আরও পড়ুন

একই দিনে ডায়াবেটিস সচেতনতা ও রসগোল্লা উদ্‌যাপন: বৈপরীত্যে মাখা ১৪ নভেম্বর

খবর অনলাইন ডেস্ক: ১৪ নভেম্বর তো শিশু দিবস। কিন্তু এ দিন এক অদ্ভুত মিলনমেলার...

মমতা বন্দ্যোপাধ্যায়কে জাপানের বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডি লিট প্রদান, মুখ্যমন্ত্রীর ঝুলিতে চারটি সম্মান  

খবর অনলাইন ডেস্ক: নারীর সক্ষমতায়ন এবং আধুনিক পশ্চিমবঙ্গ রূপায়ণে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাপানের...

তিন বছর পর ঘরে ফেরা: জেলমুক্ত পার্থ চট্টোপাধ্যায়, হাসপাতাল থেকে নাকতলায় ফিরতেই ভিড়ে স্লোগান ‘পার্থদা জিন্দাবাদ’

তিন বছর তিন মাস ১৯ দিন পর মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বাইপাসের ধারের হাসপাতাল থেকে মঙ্গলবার দুপুরে হুইলচেয়ারে বেরিয়ে আসেন তিনি। আবেগে কেঁদে ফেলেন পার্থ, নাকতলায় বাড়িতে ফিরতেই অনুগামীদের স্লোগান— “পার্থদা জিন্দাবাদ।”