কলকাতা: হরিশ মুখার্জি রোড দিয়ে ডিএ আন্দোলনকারীদের মিছিল করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এই রাস্তায় মিছিল নিয়ে আপত্তি কেন? বৃহস্পতিবার শুনানিতে প্রশ্ন তুলেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। মিছিল শান্তিপূর্ণ করার নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখযোগ্য ভাবে এই রাস্তাতেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িও। ডিএ আন্দোলনকারীদের তিনটি বিকল্প রুটের প্রস্তাব দিয়েছিল রাজ্য। যদিও তাঁরা সম্মত হননি। হাজরা, দমকল কেন্দ্র থেকে হরিশ মুখার্জি রোড ধরে ডি এন রোড হয়ে আশুতোষ মুখার্জি রোড দিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে এই মিছিল।
মিছিলের রুট নিয়ে বিচারপতির প্রশ্ন, ‘প্রতি একদিন অন্তর হাজরা মোড়ে ধরনা বিক্ষোভ চলছে। হঠাৎ হরিশ মুখার্জি রোড নিয়ে আপত্তি কেন?’ একই সঙ্গে বিচারপতি অবশ্য মিছিলে শৃঙ্খলা রক্ষার বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মিছিলে কোনও কুমন্তব্য করা যাবে না। বজায় রাখতে হবে শান্তি। পাশাপাশি ২টো থেকে ৫টা নয়, ১টা থেকে ৪টের মধ্যে করতে হবে এই মিছিল।
প্রসঙ্গত, ডিএ-সহ একাধিক দাবিতে মহামিছিলের কর্মসূচি গ্রহণ করেছে সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ। রাজ্যের তরফে জানানো হয়, ‘‘ওটা খুব স্পর্শকাতর এলাকা। ওই এলাকায় মিছিল করতে গিয়ে যদি ভিড় ছড়িয়ে যায় তার দায়িত্ব কে নেবে? ওই এলাকায় ১৪৪ ধারা রয়েছে।’’ এ দিনের শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ‘‘সবাই যে আশঙ্কা করছে, সেটা কোর্টও অনুভব করছে। কোনও রকম অশান্তি এড়িয়ে মিছিল করতে হবে।’’
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, ৯ মে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস