Homeখবররাজ্যরাজ্যে হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

রাজ্যে হঠাৎ বাড়ল পেট্রল-ডিজেলের দাম, কারণটা কী? কমার সম্ভাবনা আছে কি?

প্রকাশিত

রাজ্যে আচমকা পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার খবর সামনে এসেছে। রবিবার রাতে সূত্রে জানা গেছে, কলকাতায় আইওসি-র পাম্পে পেট্রলের দাম লিটার প্রতি ১.০১ টাকা বেড়ে হয়েছে ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম ১ টাকা বেড়ে হয়েছে ৯১.৯৬ টাকা।

তবে দেশের বেশির ভাগ জায়গায় পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই পরিস্থিতিতে, ওয়েস্টবেঙ্গল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভাপতি প্রসেনজিৎ সেন জানিয়েছেন, “রাজ্য সরকার ফের ১ টাকা করে ভ্যাট বসিয়েছে। সেই কারণেই তেলের দাম বেড়েছে।”

সোম থেকে কার্যকর তিন আইন, বিরোধিতায় সরব তৃণমূল

কেন বাড়ল জ্বালানির দাম?

প্রশাসনিক সূত্রে খবর, এর আগে দাম কমাতে রাজ্য তেল বিক্রির উপর যে ভ্যাট নিত, তাতে ছাড় দিয়েছিল। ফলে পেট্রল ও ডিজেলের দাম ১ টাকা কমে যায়। লিটার প্রতি এক টাকার ছাড়ের সুবিধা রবিবার শেষ হয়েছে। সে কারণেই তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তবে যদি রাজ্য সরকার এই সুবিধার মেয়াদ বাড়ায়, তাহলে দাম আবার কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, নবান্ন সূত্র জানাচ্ছে, রবিবার রাত পর্যন্ত পরিষ্কার নয় যে, ওই ছাড় আবার কার্যকর হবে কি না। তবে সূত্রের মতে, আজ সোমবার এ নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে, সাধারণ মানুষ এবং পরিবহন ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশা, রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে এবং পেট্রল ও ডিজেলের দাম কমানোর জন্য ছাড়ের সিদ্ধান্ত বহাল রাখবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।