Homeখবররাজ্যমাইথনে বনভোজনের নতুন নিয়ম, বন দফতরের কড়া নির্দেশিকা জারি

মাইথনে বনভোজনের নতুন নিয়ম, বন দফতরের কড়া নির্দেশিকা জারি

প্রকাশিত

ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই পশ্চিম বর্ধমানের মাইথনের জঙ্গলে বনভোজনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করল বন দফতর। যত্রতত্র উনুন জ্বালানো, উচ্চৈস্বরে গানবাজনা, পটকা ফাটানো এবং মদ্যপানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি, নির্দিষ্ট স্থান ছাড়া গভীর জঙ্গলে প্রবেশে অনুমতি নেই।

সালানপুর ব্লক প্রশাসন এবং বন দফতর মিলে মাইথনের কয়েকটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছে, যেখানে পিকনিক করা যাবে। থার্ড ড্রাইক, মিলেনিয়াম পার্ক, এবং রাইফেল শুটিং রেঞ্জের মতো জায়গাগুলি পিকনিকের জন্য নির্ধারিত। প্লাস্টিক বা থার্মোকলের ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে।

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “বন্যপ্রাণ এবং পরিবেশ রক্ষার জন্যই এই ব্যবস্থা। জঙ্গলে আগুন জ্বালানো বা শব্দদূষণ করলে জরিমানা করা হবে।’’

মাইথনের জলাধারের আশপাশে এবং জঙ্গলের প্রবেশপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে ট্র্যাফিক গার্ডের পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্সের টিম রাখা হয়েছে। বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের কড়াকড়ি।

জলে বা জঙ্গলে কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধারের জন্য সিভিল ডিফেন্স প্রস্তুত থাকবে। পুলিশের এক প্রতিনিধি বলেন, “২৫ ডিসেম্বর এবং নববর্ষের মতো দিনগুলিতে প্রচুর ভিড় হয়। পর্যটকদের সুরক্ষার জন্য এই তৎপরতা।”

মাইথনে ভ্রমণের জনপ্রিয়তার কারণে প্রতিদিনই আসানসোল, বাঁকুড়া, হুগলি, এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বহু পর্যটক আসেন। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়া, নৌকাবিহার, এবং নির্জন দ্বীপের মনোরম পরিবেশ উপভোগ করতে তাঁরা ভিড় করেন। তবে এবার থেকে পর্যটকদের বন দফতরের নির্দেশিকা মেনে চলতে হবে।

বন দফতরের এই নতুন পদক্ষেপে পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষার পাশাপাশি পর্যটকদের সুরক্ষাও নিশ্চিত করা হচ্ছে। তবে কড়া নিয়মাবলী এবং জরিমানার আশঙ্কা অনেককেই চিন্তিত করেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

৬ নভেম্বর শুরু ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’ উদ্বোধনী ছবি

আলো, ক্যামেরা, অ্যাকশন— ফের চলচ্চিত্র উৎসবের শহর হয়ে উঠছে কলকাতা। আগামী ৬ নভেম্বর থেকে...

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।