Homeখবররাজ্যমাইথনে বনভোজনের নতুন নিয়ম, বন দফতরের কড়া নির্দেশিকা জারি

মাইথনে বনভোজনের নতুন নিয়ম, বন দফতরের কড়া নির্দেশিকা জারি

প্রকাশিত

ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই পশ্চিম বর্ধমানের মাইথনের জঙ্গলে বনভোজনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করল বন দফতর। যত্রতত্র উনুন জ্বালানো, উচ্চৈস্বরে গানবাজনা, পটকা ফাটানো এবং মদ্যপানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর পাশাপাশি, নির্দিষ্ট স্থান ছাড়া গভীর জঙ্গলে প্রবেশে অনুমতি নেই।

সালানপুর ব্লক প্রশাসন এবং বন দফতর মিলে মাইথনের কয়েকটি নির্দিষ্ট এলাকা চিহ্নিত করেছে, যেখানে পিকনিক করা যাবে। থার্ড ড্রাইক, মিলেনিয়াম পার্ক, এবং রাইফেল শুটিং রেঞ্জের মতো জায়গাগুলি পিকনিকের জন্য নির্ধারিত। প্লাস্টিক বা থার্মোকলের ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে।

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “বন্যপ্রাণ এবং পরিবেশ রক্ষার জন্যই এই ব্যবস্থা। জঙ্গলে আগুন জ্বালানো বা শব্দদূষণ করলে জরিমানা করা হবে।’’

মাইথনের জলাধারের আশপাশে এবং জঙ্গলের প্রবেশপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে ট্র্যাফিক গার্ডের পুলিশের পাশাপাশি সিভিল ডিফেন্সের টিম রাখা হয়েছে। বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের কড়াকড়ি।

জলে বা জঙ্গলে কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধারের জন্য সিভিল ডিফেন্স প্রস্তুত থাকবে। পুলিশের এক প্রতিনিধি বলেন, “২৫ ডিসেম্বর এবং নববর্ষের মতো দিনগুলিতে প্রচুর ভিড় হয়। পর্যটকদের সুরক্ষার জন্য এই তৎপরতা।”

মাইথনে ভ্রমণের জনপ্রিয়তার কারণে প্রতিদিনই আসানসোল, বাঁকুড়া, হুগলি, এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বহু পর্যটক আসেন। কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়া, নৌকাবিহার, এবং নির্জন দ্বীপের মনোরম পরিবেশ উপভোগ করতে তাঁরা ভিড় করেন। তবে এবার থেকে পর্যটকদের বন দফতরের নির্দেশিকা মেনে চলতে হবে।

বন দফতরের এই নতুন পদক্ষেপে পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষার পাশাপাশি পর্যটকদের সুরক্ষাও নিশ্চিত করা হচ্ছে। তবে কড়া নিয়মাবলী এবং জরিমানার আশঙ্কা অনেককেই চিন্তিত করেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।