Homeখবররাজ্য২২ আগস্ট কলকাতায় একাধিক মেট্রোর নতুন রুটের উদ্বোধন করতে পারেন  প্রধানমন্ত্রী

২২ আগস্ট কলকাতায় একাধিক মেট্রোর নতুন রুটের উদ্বোধন করতে পারেন  প্রধানমন্ত্রী

২২ আগস্ট কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রোর একাধিক নতুন রুটের উদ্বোধন করতে পারেন। নোয়াপাড়া–বিমানবন্দর, রুবি–বেলেঘাটা ও শিয়ালদহ–এসপ্ল্যানেড অংশ চালু হলে হাওড়া থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত একটানা যাত্রা সম্ভব হবে।

প্রকাশিত

কলকাতা: আগামী ২২ আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচির পাশাপাশি কলকাতায় মেট্রো রেলের একাধিক নতুন রুটের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে তাঁর। রেল বোর্ড সূত্রে খবর, ওই দিন নোয়াপাড়া–বিমানবন্দর এবং রুবি–বেলেঘাটা অংশের পাশাপাশি ইস্ট–ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ–এসপ্ল্যানেড সেকশনেরও আনুষ্ঠানিক সূচনা হতে পারে।

মঙ্গলবার এই তিনটি রুটের স্টেশন ও পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে উদ্বোধনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও শিয়ালদহ–এসপ্ল্যানেড সেকশন চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

শিয়ালদহ–এসপ্ল্যানেড অংশ চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট–ওয়েস্ট মেট্রোর পুরো রুটেই যাত্রী পরিষেবা শুরু হবে। এর ফলে হাওড়া থেকে একটানা এক মেট্রোতেই সেক্টর ফাইভে পৌঁছনো সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর ওই দিন দমদমে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ারও কর্মসূচি রয়েছে। একই দিনে মেট্রোর নতুন রুটগুলির উদ্বোধন শহরের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আলোর উৎসব দীপাবলিতে ঘরসাজাতে জোরকদমে চলছে কেনাকাটা

আলোর উৎসবে ঘর সাজিয়ে তুলতে কেনাকাটা শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুন

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।

দক্ষিণে রোদ, উত্তরে হালকা কুয়াশা! আপাতত বৃষ্টি নেই, মনোরম হাওয়ায় স্বস্তি বঙ্গবাসীর

বঙ্গের আকাশে আপাতত কোনও বৃষ্টি নেই। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া।...

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।