কলকাতা: আগামী ২২ আগস্ট রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচির পাশাপাশি কলকাতায় মেট্রো রেলের একাধিক নতুন রুটের উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে তাঁর। রেল বোর্ড সূত্রে খবর, ওই দিন নোয়াপাড়া–বিমানবন্দর এবং রুবি–বেলেঘাটা অংশের পাশাপাশি ইস্ট–ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ–এসপ্ল্যানেড সেকশনেরও আনুষ্ঠানিক সূচনা হতে পারে।
মঙ্গলবার এই তিনটি রুটের স্টেশন ও পরিকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে উদ্বোধনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও শিয়ালদহ–এসপ্ল্যানেড সেকশন চালুর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
শিয়ালদহ–এসপ্ল্যানেড অংশ চালু হলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট–ওয়েস্ট মেট্রোর পুরো রুটেই যাত্রী পরিষেবা শুরু হবে। এর ফলে হাওড়া থেকে একটানা এক মেট্রোতেই সেক্টর ফাইভে পৌঁছনো সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর ওই দিন দমদমে একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ারও কর্মসূচি রয়েছে। একই দিনে মেট্রোর নতুন রুটগুলির উদ্বোধন শহরের যোগাযোগ ব্যবস্থায় এক বড় পরিবর্তন আনতে চলেছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ