পূর্ব বর্ধমানের আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করা হল। মঙ্গলবার বেচারহাটে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বুধবার থেকে হিমঘর খুলে বাজারে পুনরায় আলু সরবরাহ শুরু হবে বলে জানায় সমিতি।
প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সোমবারই হুঁশিয়ারি দিয়েছিল, সীমান্ত না খুললে তারা কর্মবিরতিতে যাবে। সেই মতো মঙ্গলবার পূর্ব বর্ধমানের কোনও হিমঘর থেকে আলু সরবরাহ করা হয়নি। এর ফলে সকাল থেকেই বাজারে আলুর দাম বৃদ্ধির সম্ভাবনা দেখা দেয়। হিমঘরের মালিকরাও কর্মবিরতিকে সমর্থন জানিয়ে হিমঘর বন্ধ রাখেন।
তবে, রাজ্য সরকারের চাপে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে ব্যবসায়ী সমিতি। রাজ্য সভাপতি জগবন্ধু মণ্ডল বলেন, “আমরা সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে কর্মবিরতি তুলে নিচ্ছি। বুধবার রাত থেকে হিমঘর থেকে আলু বের হবে।”
রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় আশ্বাস দেন, “এই মুহূর্তে রাজ্যের হিমঘরে প্রায় ৯ শতাংশ আলু মজুত রয়েছে। সরবরাহে কোনও সমস্যা হবে না।”
সরকারি হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে।
সরকারি সম্পত্তি নষ্টে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাই কোর্টের