Home খবর রাজ্য সরকারি সম্পত্তি নষ্টে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাই কোর্টের

সরকারি সম্পত্তি নষ্টে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাই কোর্টের

ধর্না, সভা কিংবা মিছিলে আপত্তি নেই। তবে সেই সব কর্মসূচিতে সরকারি সম্পত্তি নষ্ট হলে এবার কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিল কলকাতা হাই কোর্ট। একইসঙ্গে সরকারি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়ে সতর্ক করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে কলকাতায় ধর্না কর্মসূচির অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন। তাদের আবেদন ছিল, আগামী ৫ ডিসেম্বর রানি রাসমণি অ্যাভিনিউয়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্নায় বসার। পুলিশের কাছ থেকে অনুমতি না মেলায় আদালতের শরণাপন্ন হয় তারা। মঙ্গলবার সেই আবেদনের শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ধর্নার অনুমতি দিলেও স্পষ্ট বার্তা দেন, সরকারি সম্পত্তির ক্ষতি হলে কঠোর পদক্ষেপ করা হবে।

বিচারপতি ঘোষ বলেন, ‘‘আপনারা কর্মসূচি করতে পারেন। কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট হলে আদালত পদক্ষেপ নেবে।’’ সরকারি কর্মীদের উপর হামলার ক্ষেত্রেও একই সতর্কতা দেন তিনি।

প্রসঙ্গত, অতীতে রাজনৈতিক কর্মসূচি থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ বা সরকারি অফিসে হামলার অভিযোগ উঠেছে। এমনকি, পুলিশ কর্মীদের উপর আক্রমণের ঘটনাও ঘটেছে। এইসব ঘটনার প্রেক্ষিতেই কড়া মন্তব্য করলেন বিচারপতি।

রাজ্যের ছয় শহরে প্রথমবার চালু হচ্ছে GRAP, বায়ুদূষণ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version