Homeখবররাজ্যসীমানায় ধরপাকড়, প্রতিবাদে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের, সোমবার থেকে দাম বাড়ার আশঙ্কা

সীমানায় ধরপাকড়, প্রতিবাদে কর্মবিরতির ডাক আলু ব্যবসায়ীদের, সোমবার থেকে দাম বাড়ার আশঙ্কা

আলুর দাম নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপের প্রতিবাদে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। এর ফলে বাজারে আলুর জোগান কমার আশঙ্কা রয়েছে।

প্রকাশিত

আলুর অগ্নিমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রতিদিনের হেঁশেলে প্রয়োজনীয় এই আলুর দাম নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আলু বাইরে চলে যাওয়া আটকাতেও নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি বদলাতে খুব বেশি সাফল্য পাওয়া যায়নি। এদিকে, আলুর অন্য রাজ্যে যাওয়া আটকানোর প্রতিবাদে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে। এর ফল নতুন করে আলুর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আলুর দাম কমানোর জন্য মুখ্যমন্ত্রী বলেন, “বড় ব্যবসায়ীরা কোল্ট স্টোরেজে আলু আটকে রাখেন অনেক ক্ষেত্রে। মাসে ৬ লক্ষ মতো আলু লাগে, ছ’মাসে লাগে ৩৬ লক্ষ। আলু বের করুন। এই রাজ্যের বাইরে আলু বিক্রি হচ্ছে কি না, দেখতে হবে। চেক করতে হবে সীমানায়। গতবারও নতুন আলু আসার পরও পুরনো আলু কোল্ট স্টোরেজে ছিল। কেন থাকবে? এতে আলু খারাপও হয়ে যায়। কোনও অজুহাত চলবে না। আলুর দাম কমাতে হবে।’’

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জেলায় টাস্ক ফোর্স অভিযান চালায়। তার পরেও শাকসবজির দাম কমেনি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এমন পরিস্থিতিতে আলু ব্যবসায়ীদের সংগঠন কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের দাবি, আলুর দাম কমানোর উদ্দেশ্যে প্রশাসনের তরফে আলু বোঝাই গাড়ি রাজ্যের সীমানায় আটকে দেওয়া হচ্ছে। শনিবার বাংলা-ঝাড়খণ্ড সীমানার ডুবুর ডি চেক পোষ্টে এমনই ঘটনা ঘটে।

প্রশ্নপত্র ফাঁসের অন্যতম পাণ্ডা এবং দুই ‘সল্ভার’ এমবিবিএস ছাত্রকে গ্রেফতার করল সিবিআই

প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, “আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছি। আলুর দাম নিয়ন্ত্রণে প্রশাসনের এমন পদক্ষেপের ফলে ব্যবসায়ীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এর সমাধান সম্ভব নয়।”

এই কর্মবিরতির ফলে আলুর জোগানে ঘাটতি দেখা দিতে পারে, যা সাধারণ মানুষের উপর প্রভাব ফেলবে। আলুর দাম আরও বাড়তে পারে। বর্তমান পরিস্থিতিতে আলুর দাম কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা। আগামী জানুয়ারি পর্যন্ত হিমঘরে মজুত থাকা আলু বিক্রি হবে। ফলে আলুর জোগানে সমস্যা হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।