Homeখবররাজ্য‘অপরাজিতা বিল’ ফেরালেন রাষ্ট্রপতি! ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডের বিধান ঘিরে প্রশ্ন

‘অপরাজিতা বিল’ ফেরালেন রাষ্ট্রপতি! ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডের বিধান ঘিরে প্রশ্ন

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের উপর নৃশংস যৌন হিংসা ও হত্যাকাণ্ডের ঘটনার পর রাজ্য সরকার যে কড়া আইন আনতে চেয়েছিল, সেই ‘অপরাজিতা বিল ২০২৪’-ই এবার রাষ্ট্রপতির প্রশ্নের মুখে পড়ল। বিধানসভা সূত্রের খবর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতর ওই বিলটি সম্প্রতি কিছু প্রশ্ন তুলে রাজভবনে ফেরত পাঠিয়েছে।

২০২৩ সালের অগস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ধর্ষণ করে খুনের মতো অপরাধ রুখতে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে কঠোর আইন আনা হবে। সেই অনুযায়ী সেপ্টেম্বর মাসে ‘অপরাজিতা বিল’ পাশ হয় বিধানসভায়। বিলটির মূল উদ্দেশ্য ছিল, ধর্ষণের পর খুনের মতো অপরাধে মৃত্যুদণ্ডের বিধান করা।

বিলটি অনুমোদনের জন্য প্রথমে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং পরে রাষ্ট্রপতি ভবনে পাঠানো হয়। সূত্রের দাবি, রাষ্ট্রপতির তরফে তা সম্প্রতি ফেরত পাঠানো হয়েছে কিছু ‘প্রশ্ন’ ও ‘আপত্তি’ সহ। এখন রাজভবনের তরফে সেই প্রশ্নাবলি পাঠানো হবে বিধানসভার সচিবালয়ে, যেখান থেকে তা যাবে নবান্নে।

বিধানসভার এক আধিকারিক জানিয়েছেন, “রাষ্ট্রপতির তরফে যে ব্যাখ্যা চাওয়া হয়েছে, তা রাজভবনের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। তারপরেই রাজ্য ঠিক করবে কী ব্যাখ্যা দেবে।”

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “অপরাধীদের শাস্তি নিয়ে রাজনীতি করছে কেন্দ্র? ধর্ষণ-খুনে মৃত্যুদণ্ডকে ‘অত্যধিক কঠোর শাস্তি’ বলে আপত্তি তোলা হলে তা গভীর উদ্বেগের।” তিনি আরও জানান, বিষয়টি সত্যি হলে তৃণমূল তীব্র প্রতিবাদ জানাবে।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই তৃণমূলের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের অনুরোধ জানায়। পরে মহিলা সাংসদরাও রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রাতরাশ বৈঠকে গিয়ে একই অনুরোধ জানান। তখন তৃণমূল সূত্রের দাবি ছিল, রাষ্ট্রপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।

তবে এখন বিলটি ফেরত আসায় তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: শিশুদের সার্বিক উন্নয়নে হাত মিলিয়ে কাজের অঙ্গীকার রাজ্য সরকার, ইউনিসেফ ও কর্পোরেট সংস্থাগুলির

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

ঢাকুরিয়া সর্বজনীনে ‘কাবুলিওয়ালা’, পুজো মণ্ডপে সম্পর্কের আবেগঘন গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ থিমে ঢাকুরিয়া সর্বজনীনের দুর্গাপুজো। রহমত ও মিনির সম্পর্কের আবেগঘন কাহিনি ফুটে উঠবে মণ্ডপে।

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

আরও পড়ুন

রাজ্যে বেড়ে গেল জমি-বাড়ির সার্কল রেট, রেজিস্ট্রেশনের খরচ বাড়বে ১২ থেকে ৫০ শতাংশ

২০১৯ সালের পর ফের বাড়ল জমি-বাড়ির সার্কল রেট। এবার ১২ থেকে ৫০ শতাংশ হারে রেজিস্ট্রেশনের খরচ বাড়বে। শহর ও শহরতলিতে বৃদ্ধির হার সর্বাধিক।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।