Homeখবররাজ্যস্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

স্ব-মূল্যায়নে সম্পত্তি কর নির্ধারণের সুবিধা এ বার রাজ্যের সব পুরসভায়

প্রকাশিত

স্ব-মূল্যায়নে এবার সম্পত্তি কর নির্ধারণের সুযোগ রাজ্যের সব পুরসভায়।
কলকাতা পুরসভার অধিবাসীরা এতদিন যে সুবিধা পেতেন, এবার সেই একই সুবিধা রাজ্যের অন্যান্য পুরসভা এলাকার নাগরিকদের জন্য চালু হতে চলেছে। সোমবার বিধানসভায় ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সংশোধনী বিল’ এবং ‘দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল’ পাশ হয়েছে। এর ফলে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট (ইউএএ) পদ্ধতির মাধ্যমে সম্পত্তি কর নির্ধারণ করা হবে রাজ্যের সব পুরসভায়।

ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট কী?

বিশেষজ্ঞদের মতে, এটি সম্পত্তি কর নির্ধারণের একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। সম্পত্তির অবস্থান, প্রকৃতি, এবং ব্যবহারের মতো মাপকাঠির ভিত্তিতে প্রতি বর্গফুটের কর নির্ধারণ করা হয়। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে করদাতা নিজের সম্পত্তি কর নির্ধারণ করতে পারবেন। নাগরিকেরা অনলাইনে বা নির্ধারিত ফর্মে তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন।

বাম আমল বনাম বর্তমান ব্যবস্থা

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বাম আমলে সম্পত্তি কর নির্ধারণের জন্য আধিকারিকদের বাড়ি বাড়ি পাঠানো হতো। এতে ইনস্পেক্টর-রাজের উপর নির্ভর করতে হতো। কিন্তু বর্তমান সরকার নাগরিকদের ওপর আস্থা রেখে স্ব-মূল্যায়নের সুযোগ দিচ্ছে।

নতুন বিলের সুযোগ সুবিধা

পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ড প্রতিটি স্কিম সংক্রান্ত তালিকা প্রকাশ করবে।

করদাতারা জমা দেওয়া তথ্যের ভিত্তিতে এক বছরের মধ্যে কর নির্ধারণ হবে।

কোনও কারচুপি ধরা পড়লে নির্ধারিত করের ৩০% পর্যন্ত জরিমানা হবে।

কর মূল্যায়নের কাজ শেষ না হওয়া পর্যন্ত ১০% অস্থায়ী কর বৃদ্ধি হবে।

তথ্যপ্রযুক্তিতে উন্নতি ও নগরোন্নয়ন

ফিরহাদ হাকিম জানান, রাজ্যের সব পুরসভায় তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর উন্নতি করা হয়েছে। সম্পত্তি কর নির্ধারণের পাশাপাশি এটি বাংলার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি জানান, এর মাধ্যমে সকল পুরসভার নাগরিকদের সুবিধা প্রদান এবং কর নির্ধারণে স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য।

বছরের প্রথম কনকনে শীত পড়তে চলেছে কলকাতায়, তাপমাত্রা নামবে ১২ ডিগ্রিতে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।