বিহারের বক্সার থেকে ঝাড়খণ্ডের টাটানগরগামী ১৮১৮৪ আপ ট্রেনে আচমকাই আগুন! বুধবার দুপুরে পুরুলিয়ার ছররা ও কুস্তাউর স্টেশনের মাঝামাঝি চলন্ত ট্রেনের একটি সেকেন্ড ক্লাস জেনারেল কামরার শৌচাগার থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কামরার জানলা দিয়ে ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা বেরোতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন ও চিৎকার করতে থাকেন।
ট্রেনটি তখন যাত্রীতে ভরা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন রেল কর্তৃপক্ষ। ট্রেনটিকে ছররা স্টেশনে ঢোকার আগেই দাঁড় করিয়ে দেওয়া হয়। দুর্ঘটনার আশঙ্কায় পিছনের কামরাগুলিকে দ্রুত বিচ্ছিন্ন করে দেওয়া হয়, যাতে আগুন না ছড়ায়। যাত্রীদের দ্রুত ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়।
দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়। হতাহতের কোনও খবর নেই। তবে কিছুক্ষণের জন্য আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।
রেল সূত্রে জানা গেছে, আগুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, কামরার ভিতরে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।