বাংলার জীববৈচিত্র্যের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। বিশ্বে প্রথম বার ক্ষুদ্র আকারের ও হালকা ওজনের বেড়ালের প্রজাতির খোঁজ মিলেছে জঙ্গলমহলের জেলা পুরুলিয়ায়। পুরুলিয়ার সিউনি-কোটশিলার জঙ্গলে প্রথম বার খোঁজ মিলেছে rusty spotted cat নামক খুদে বেড়ালের প্রজাতির। এই খুদে বেড়ালের প্রজাতির ওজন সাধারণত হয় ০.৯-১.৬ কেজির মতো।
গোটা বিশ্বে মাত্র ৩টি দেশে —ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এই প্রজাতির বেড়াল দেখা যায়। বাংলার আগে এই প্রজাতির বেড়ালের খোঁজ মিলেছিল গুজরাত, রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক ও কেরালায়। এই প্রজাতির বেড়ালের শাবকের ওজন মুরগি ছানার চেয়েও হালকা হয়।
পুরুলিয়ার কোটশিলার জঙ্গলে প্যাঙ্গোলিন রয়েছে কিনা দেখতে গোপন ক্যামেরা বসানো হয়েছিল তাতে ধরা পড়ে খুদে বেড়ালের প্রজাতির গতিবিধি। হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিগ নামক স্বেচ্ছাসেবী সংস্থা এই বেড়ালের প্রজাতির খোঁজ পায়। বেড়ালের প্রজাতিকে চিহ্নিত করেন আন্তর্জাতিক বেড়াল বিশেষজ্ঞ শোমিতা মুখোপাধ্যায়। ১-১২ জানুয়ারি জঙ্গলে বসানো গোপন ট্র্যাপ ক্যামেরায় বিরল প্রজাতির বেড়ালের ছবি ওঠে।