Homeখবররাজ্যবৃষ্টির দেখা মিললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আর ৪ দিন

বৃষ্টির দেখা মিললেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি আর ৪ দিন

প্রকাশিত

কলকাতা: ইতিমধ্য়েই রাজ্যে শুরু হয়ে গেছে প্রাক-বর্ষার বৃষ্টি। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়া দফতর বলছে, এখনই তাপপ্রবাহ থেকে নিস্তার নেই। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ।

বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছিল, শনিবার নাগাদ রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। তবে তার আগেই, শুক্রবার রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি! দুপুরে তীব্র গরমের মধ্যে অবশেষে বৃষ্টি নেমেছে কলকাতার একাংশে। সঙ্গে বজ্র-বিদ্যুৎ। মিলেছে সাময়িক স্বস্তি। তবে এখনই গরম থেকে রেহাই নেই শহরবাসীর। আগামী কয়েক দিনও দক্ষিণের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি।

জাতীয় আবহাওয়া বিভাগের (IMD) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিহারের কিছু অঞ্চলে মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকবে। একই সময়ের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অনুরূপ পরিস্থিতি থাকবে বলে অনুমান। এ ছাড়াও ওড়িশা এবং ঝাড়খণ্ডে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি চলতে থাকবে। রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতির মুখোমুখি হবে উত্তরপ্রদেশ। এ দিকে, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে শনিবার পর্যন্ত একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।

ও দিকে ইতিমধ্যেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে সিকিমেও। তবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি শনিবার পর্যন্ত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: নামল স্বস্তির বৃষ্টি, হাঁসফাঁস অবস্থা থেকে সাময়িক মুক্তি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে, বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন

নতুন বছরের শুরুতেই সুখবর বেঙ্গল সাফারিতে। শিলিগুড়িতে বিপন্নপ্রায় ম্যানড্রিলের সফল প্রজনন। মা ও শাবক দু’জনেই সুস্থ, খুশি বনদপ্তর ও জু কর্তৃপক্ষ।

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন

১০ ডিগ্রির ঘরেই কলকাতার পারদ, কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে বাংলা, আর কতদিন চলবে?

চলতি মরসুমের শীতলতম দিন কলকাতায়, পারদ নেমেছে ১০.২ ডিগ্রিতে। কুয়াশা ও শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণবঙ্গ। শনিবার পর্যন্ত ঠান্ডা ও ঘন কুয়াশার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

১২ বছরের মধ্যে জানুয়ারিতে নজিরবিহীন শীত, কলকাতায় পারদ নামল ১০.২ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে আরও নামার সতর্কতা

জানুয়ারিতে নজিরবিহীন শীত কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০.২ ডিগ্রিতে—ভেঙেছে ১৫ বছরের রেকর্ড। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শীতল দিন ও ঘন কুয়াশার সতর্কতা।

কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে শীতের দাপট?

কলকাতায় ফের নামছে তাপমাত্রার পারদ। এক ধাক্কায় দু’ডিগ্রি কমেছে তাপমাত্রা। আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে আরও হাড়কাঁপানো ঠান্ডার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।