খবর অনলাইনডেস্ক: এই সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এই বৃষ্টির কারণে গত দু’সপ্তাহ ধরে যে গতিতে শীত এগিয়ে আসছিল দক্ষিণবঙ্গে, তাতে বাধা পড়তে চলেছে। তবে বৃষ্টির পালা মিটলে ফের দ্রুতগতিতে তাপমাত্রা কমার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এমনিতে গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই যথেষ্ট শীত পড়ে গিয়েছে। শীতে ইতিমধ্যেই কাঁপছে পুরুলিয়া। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্য অনেক জায়গাতেই তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি হলে শীতের কিছুটা ব্যাঘাত ঘটবেই।
উল্লেখ্য, এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে যেটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করছে। আগামী দু’দিনে সেটি অতি গভীর নিম্নচাপের রূপ নিয়ে তামিলনাড়ু উপকূলে পৌঁছে যেতে পারে। এর প্রভাবে তামিলনাড়ুতে অতিবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এই নিম্নচাপটিরই পরোক্ষ প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে।
আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। শুক্রবার এবং শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায়। তার প্রভাবে রবিবারও কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বৃষ্টির পালা মিটলে অর্থাৎ আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে।