Homeখবররাজ্যকোথাও ঝিরঝিরে, কোথা ভারী! শীতের বিদায়বেলায় বৃষ্টি জেলায় জেলায়

কোথাও ঝিরঝিরে, কোথা ভারী! শীতের বিদায়বেলায় বৃষ্টি জেলায় জেলায়

প্রকাশিত

কলকাতা: শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল কলকাতার একাধিক এলাকায়। বেলার দিক থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার বেশ কিছু জায়গাতেও। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার ঝিরঝিরে।

শনিবার পরিস্থিতির অনেকটাই বদল হয়েছে সকাল থেকে। শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। মেঘলা আকাশের প্রভাবে সারাদিনই মেঘের আড়ালে সূর্য। ভোরের দিকে কুয়াশাও ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হয়েছে। কিন্তু আকাশের মুখ ভার ভাব কাটেনি। এরই মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হয় উত্তর ২৪ পরগণার বারাসত, মধ্যমগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগণার জয়নগর, কুলতলি, বাসন্তী, গোসাবা এবং ক্যানিংয়ের মতো বেশ কিছু এলাকায়।

আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ছত্তীসগঢ় এবং ওড়িশা উপকূলের কাছাকাছি একটি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যে কারণে রাজ্যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বৃষ্টি, মেঘলা আকাশের জন্যও দায়ী এই ঘূর্ণাবর্ত। এর জন্যই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও। কলকাতার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টির হয়েছে এ দিন।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবারও পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ও উপকূলসংলগ্ন জেলাগুলিতে কুয়াশার দেখা মিলবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ উধাও হতে শুরু করবে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে থাকবে।

আগামীকালও কলকাতা এবং সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গে সম্ভাবনা না থাকলেও পরশু থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: মেঘে ঢাকা আকাশ, ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সম্ভাবনা!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।