Homeখবররাজ্যরামনবমী: রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূলের সমান্তরাল শক্তি প্রদর্শন, তবে কোথাও বড় অশান্তির খবর নেই

রামনবমী: রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূলের সমান্তরাল শক্তি প্রদর্শন, তবে কোথাও বড় অশান্তির খবর নেই

প্রকাশিত

রামনবমী ঘিরে পশ্চিমবঙ্গে এ বছর ছিল আলাদা উত্তেজনা ও নজরদারি। বিজেপি তথা সঙ্ঘ পরিবারের তরফে রীতিমতো শক্তি প্রদর্শনের পরিকল্পনা ছিল, আর তৃণমূলের পক্ষেও চ্যালেঞ্জ ছিল—একদিকে উৎসবের বিরোধিতা নয়, অন্যদিকে বিজেপিকে ময়দান ছেড়ে না দেওয়া। তবে সব উদ্বেগকে ভুল প্রমাণ করে রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কোথাও কোনও অশান্তির খবর নেই।

রাজ্যের প্রায় সব বিজেপি নেতাই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। খড়্গপুরে দিলীপ ঘোষ লাঠি হাতে কসরত দেখিয়ে নজর কেড়েছেন, আবার শোভাযাত্রায় অস্ত্র থাকাটাকেই রীতি বলে দাবি করেছেন তিনি। বারাসতের রামনবমী মিছিলে অংশ নিয়েছেন সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী। মতুয়া সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণও সেখানে নজরকাড়া।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মন্দির নির্মাণের শিলান্যাস করে মিছিল করেন। কলকাতা, ভবানীপুর, মেচেদা সহ একাধিক জায়গায় অংশ নিয়ে দিনভর রাজ্য জুড়ে ঘুরেছেন তিনি। মিছিল করেছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রাহুল সিংহ, শমীক ভট্টাচার্য-সহ একাধিক বিজেপি নেতা।

এ দিকে তৃণমূল নেতৃত্বও রাস্তায় নেমেছেন। কলকাতার ঠনঠনিয়ায় কুণাল ঘোষের মিছিলে দেখা গেছে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। বীরভূমে অনুব্রত মণ্ডল জীবনে প্রথম রামনবমী মিছিলে অংশ নেন, সঙ্গে ছিলেন শতাব্দী রায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরীর মতো নেতারা।

সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ধরা পড়েছে বীরভূমের দুবরাজপুরে—সেখানে একই রামনবমী মিছিলে পা মিলিয়েছেন বিজেপি ও তৃণমূলের নেতারা। রাজনীতির রং ছাড়িয়ে উৎসবে মিলেমিশে গিয়েছে দুই পক্ষই।

সম্প্রীতির আরও কিছু উদাহরণ দেখা গিয়েছে রামপুরহাট ও মালদহে। কোথাও মুসলিম যুবকরা জল-লজেন্স বিতরণ করেছেন, কোথাও আবার রামনবমীর মিছিলকে অভ্যর্থনা জানানো হয়েছে মিষ্টিমুখ করিয়ে।

তবে সবচেয়ে ‘প্রতীকী জয়’ বলা যেতে পারে এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদ্‌যাপনকে। বামপন্থীদের ‘দুর্গ’ বলে পরিচিত এই ক্যাম্পাসে দীর্ঘদিন পরে এবিভিপি অনুষ্ঠান করল সফলভাবে, যা সঙ্ঘ পরিবারের কাছে বড় কৃতিত্ব হিসেবে ধরা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।