Homeখবররাজ্যরামনবমী: রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূলের সমান্তরাল শক্তি প্রদর্শন, তবে কোথাও বড় অশান্তির খবর নেই

রামনবমী: রাজ্যজুড়ে বিজেপি-তৃণমূলের সমান্তরাল শক্তি প্রদর্শন, তবে কোথাও বড় অশান্তির খবর নেই

প্রকাশিত

রামনবমী ঘিরে পশ্চিমবঙ্গে এ বছর ছিল আলাদা উত্তেজনা ও নজরদারি। বিজেপি তথা সঙ্ঘ পরিবারের তরফে রীতিমতো শক্তি প্রদর্শনের পরিকল্পনা ছিল, আর তৃণমূলের পক্ষেও চ্যালেঞ্জ ছিল—একদিকে উৎসবের বিরোধিতা নয়, অন্যদিকে বিজেপিকে ময়দান ছেড়ে না দেওয়া। তবে সব উদ্বেগকে ভুল প্রমাণ করে রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যের কোথাও কোনও অশান্তির খবর নেই।

রাজ্যের প্রায় সব বিজেপি নেতাই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। খড়্গপুরে দিলীপ ঘোষ লাঠি হাতে কসরত দেখিয়ে নজর কেড়েছেন, আবার শোভাযাত্রায় অস্ত্র থাকাটাকেই রীতি বলে দাবি করেছেন তিনি। বারাসতের রামনবমী মিছিলে অংশ নিয়েছেন সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী। মতুয়া সম্প্রদায়ের ব্যাপক অংশগ্রহণও সেখানে নজরকাড়া।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মন্দির নির্মাণের শিলান্যাস করে মিছিল করেন। কলকাতা, ভবানীপুর, মেচেদা সহ একাধিক জায়গায় অংশ নিয়ে দিনভর রাজ্য জুড়ে ঘুরেছেন তিনি। মিছিল করেছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রাহুল সিংহ, শমীক ভট্টাচার্য-সহ একাধিক বিজেপি নেতা।

এ দিকে তৃণমূল নেতৃত্বও রাস্তায় নেমেছেন। কলকাতার ঠনঠনিয়ায় কুণাল ঘোষের মিছিলে দেখা গেছে মুসলিম সম্প্রদায়ের অংশগ্রহণ। বীরভূমে অনুব্রত মণ্ডল জীবনে প্রথম রামনবমী মিছিলে অংশ নেন, সঙ্গে ছিলেন শতাব্দী রায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরীর মতো নেতারা।

সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ধরা পড়েছে বীরভূমের দুবরাজপুরে—সেখানে একই রামনবমী মিছিলে পা মিলিয়েছেন বিজেপি ও তৃণমূলের নেতারা। রাজনীতির রং ছাড়িয়ে উৎসবে মিলেমিশে গিয়েছে দুই পক্ষই।

সম্প্রীতির আরও কিছু উদাহরণ দেখা গিয়েছে রামপুরহাট ও মালদহে। কোথাও মুসলিম যুবকরা জল-লজেন্স বিতরণ করেছেন, কোথাও আবার রামনবমীর মিছিলকে অভ্যর্থনা জানানো হয়েছে মিষ্টিমুখ করিয়ে।

তবে সবচেয়ে ‘প্রতীকী জয়’ বলা যেতে পারে এবিভিপির যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী উদ্‌যাপনকে। বামপন্থীদের ‘দুর্গ’ বলে পরিচিত এই ক্যাম্পাসে দীর্ঘদিন পরে এবিভিপি অনুষ্ঠান করল সফলভাবে, যা সঙ্ঘ পরিবারের কাছে বড় কৃতিত্ব হিসেবে ধরা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

আরও পড়ুন

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।