Homeখবররাজ্যরামনবমী উপলক্ষে শহরে বাড়তি নিরাপত্তা, ড্রোনে নজরদারি, কলকাতায় মোতায়েন থাকবেন প্রায় ৪...

রামনবমী উপলক্ষে শহরে বাড়তি নিরাপত্তা, ড্রোনে নজরদারি, কলকাতায় মোতায়েন থাকবেন প্রায় ৪ হাজার পুলিশকর্মী

প্রকাশিত

আগামী রবিবার রামনবমী। উৎসবকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রস্তুত কলকাতা পুলিশ। শহরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে রাস্তায় নামানো হচ্ছে সাড়ে ৩ থেকে ৪ হাজার পুলিশকর্মী। একইসঙ্গে সারা রাজ্যে রামনবমী উপলক্ষে বিশেষ দায়িত্বে থাকবেন ২৯ জন আইপিএস অফিসার।

পুলিশ সূত্রে খবর, কলকাতায় যেসব জায়গায় বড় মিছিল হয়, যেমন হেস্টিংস, এন্টালি, কাশীপুর—সেইসব এলাকায় থাকবেন ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার ও অন্যান্য পদমর্যাদার আধিকারিকরা। গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে থাকবে পুলিশ পিকেটিং, মোতায়েন করা হবে কুইক রেসপন্স টিম। নজরদারির জন্য ব্যবহার করা হবে ড্রোন, সিসিটিভি এবং ভিডিয়োগ্রাফি।

উল্লেখ্য, রামনবমীতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন, বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসও মিছিলের আয়োজন করছে। শুধু কলকাতা নয়, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ হিন্দিভাষী অধ্যুষিত এলাকাতেও রামনবমীর মিছিলের প্রস্তুতি শুরু হয়েছে। জলপাইগুড়িতে তৃণমূল কাউন্সিলররা বাড়ি বাড়ি গিয়ে শোভাযাত্রার আমন্ত্রণপত্র বিলি করছেন।

এদিকে, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা সাফ জানিয়ে দিয়েছেন—মিছিলে অস্ত্র হাতে হাঁটলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘পঞ্জাবিরাও কৃপাণ নেয়। আপনি সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন।’’ তাঁর সংযোজন, ‘‘আমাদেরও অনেকে রামনবমীর মিছিলে অংশ নেন। আমার কোনও আপত্তি নেই, তবে চাই শান্তিপূর্ণ হোক।’’

শনিবার দুপুর ১২টায় লালবাজারে রামনবমীকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন পুলিশ কমিশনার।

গত বছর কলকাতায় মোট ৬০টি রামনবমীর মিছিল হয়েছিল। এবছরও সেই সংখ্যাই থাকবে বলে মনে করা হচ্ছে। আর শহরের বাইরের হাওড়া, হুগলি, ব্যারাকপুর, মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি-সহ বিভিন্ন জেলায় আইপিএস অফিসারদের নেতৃত্বে বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত তাঁরা নজরদারির দায়িত্বে থাকবেন।

কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, “রামনবমীতে শান্তি বজায় রাখাই আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।