Homeখবররাজ্য১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া...

১০ জনের বেশি সদস্য? বাড়তি রেশন দিতে উদ্যোগী রাজ্য, ই-কেওয়াইসি নিয়েও নয়া নির্দেশ

প্রকাশিত

রাজ্যে যেসব রেশন গ্রাহক পরিবারে ১০ জনের বেশি সদস্য রয়েছে এবং ‘অন্ত্যোদয় অন্ন যোজনা’র আওতায় পড়েন, তাঁদের বরাদ্দ খাদ্যশস্য যথেষ্ট নয় বলে মনে করছে রাজ্য খাদ্যদপ্তর। সেই কারণেই এবার এই পরিবারগুলিকে আরও বেশি খাদ্যশস্য দেওয়ার পথে হাঁটছে রাজ্য সরকার।

এই লক্ষ্যেই সম্প্রতি একটি বৈঠকে দু’টি প্রস্তাব কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে খাদ্যদপ্তরের রিফর্ম সেলকে। প্রথম প্রস্তাব অনুযায়ী, ওই বৃহৎ পরিবারের সদস্যদের দু’টি আলাদা ইউনিটে ভাগ করা যেতে পারে। দ্বিতীয়ত, কিছু সদস্যকে অন্য কোনও রেশন প্রকল্পের আওতায় আনার ব্যবস্থা নিতে হবে।

বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনায় পরিবার পিছু মাসে ৩৫ কেজি খাদ্যশস্য (চাল ও গম) বরাদ্দ হয়। সদস্যসংখ্যা বাড়লেও বরাদ্দ বাড়ে না। অন্যদিকে, কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে মাথা পিছু ৫ কেজি খাদ্যশস্য বরাদ্দ থাকে।

খাদ্যদপ্তরের সূত্র অনুযায়ী, এক সদস্যবিশিষ্ট অন্ত্যোদয় কার্ডধারীদের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ৩ লক্ষের বেশি এমন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া, রেশন কার্ডধারীদের আধার সংযুক্তি ও ‘ই-কেওয়াইসি’ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কোনও গ্রাহকের ই-কেওয়াইসি না হলেও তাঁর কার্ড যেন নিষ্ক্রিয় না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে আধিকারিকদের। কেউ প্রকৃত গ্রাহক হয়েও বয়স, অসুস্থতা বা অন্য কারণে ই-কেওয়াইসি করাতে না পারলে, তাঁর রেশন না বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত তদন্ত করে নিষ্পত্তির কথা বলা হয়েছে।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, ‘‘খাদ্যদপ্তরের এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। বহু প্রবীণ বা অসুস্থ গ্রাহকের পক্ষে ই-কেওয়াইসি সম্ভব হয় না। এবার তাঁদের আর রেশন থেকে বঞ্চিত হতে হবে না।’’

খাদ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের ৯৭.৩৭ শতাংশ রেশন গ্রাহকের ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। এই নজরে পশ্চিমবঙ্গ দেশব্যাপী রাজ্যগুলির মধ্যে এক অন্যতম অবস্থানে রয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...