Homeখবররাজ্যকেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল, সাক্ষাতের আবেদন জানালেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ইমেল, সাক্ষাতের আবেদন জানালেন আরজি করের নির্যাতিতার বাবা-মা

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের আশায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা। এই বিষয়ে কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানান, মঙ্গলবার সকালে নির্যাতিতার বাবা অমিত শাহকে ইমেল পাঠিয়ে সাক্ষাতের জন্য সময় চেয়েছেন।

ইমেলে নির্যাতিতার বাবা উল্লেখ করেছেন যে, মেয়ের উপর এই নির্যাতনের পর থেকে তাঁরা চরম মানসিক কষ্টের মধ্যে রয়েছেন এবং নিজেদের অসহায় মনে করছেন। এই অবস্থায় তাঁদের কাছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনার সম্পর্কে কী চিন্তাভাবনা করছেন, সে সম্পর্কেও জানতে চান তাঁরা।

এ দিকে সোমবার বিকেলে জানা যায়, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে অমিত শাহের বঙ্গ সফর আপাতত বাতিল করা হয়েছে। যদিও সরকারি ভাবে সফর বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। কিন্তু বিজেপি সূত্রে খবর, দুর্যোগ পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি নেতারা জানিয়েছেন, সফরটি স্থগিত করা হয়েছে, বাতিল নয়। ফলে অমিত শাহ পরবর্তীতে পশ্চিমবঙ্গে এলে, তিনি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে, নির্যাতিতার বাবা-মা ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চেও সোমবার রাতে উপস্থিত ছিলেন। ওই দিনই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আসার পর অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা। সেখানে নির্যাতিতার বাবা বলেছেন, ‘‘এঁদের জন্য এক দিন না এক দিন আমার মেয়ের জন্য ন্যায়বিচার ছিনিয়ে আনব।’’ আন্দোলনরত ডাক্তাররা জানিয়েছেন, নির্যাতিতার বাবা-মায়ের অনুরোধে তাঁরা অনশন প্রত্যাহার করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্যাতিতার বাবা ইমেলে লিখেছেন, “আমাদের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আপনি যেখানে যখন বলবেন আমি এবং আমার স্ত্রী সেখানে যাব। আপনার সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলব। আমাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দিলে কৃতজ্ঞ হব। আমার বিশ্বাস আপনার অভিজ্ঞতা এবং নির্দেশিকা অমূল্য হবে।” এখন দেখার, নির্যাতিতার পরিবারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন কি না।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।