Homeখবররাজ্যআরজি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, সুবিচারের দাবিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

আরজি করের নির্যাতিতার বাবা-মা বিধানসভায়, সুবিচারের দাবিতে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ

প্রকাশিত

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিত চিকিৎসকের বাবা-মা সোমবার বিধানসভায় গেলেন। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে তাঁরা বিধানসভায় যান এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। নির্যাতিতার পরিবারের সদস্যেরা দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ বিধানসভায় পৌঁছন। সূত্রের খবর, তাঁদের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য বিধায়কেরাও। নির্যাতিতার মা বিধানসভা চত্ত্বরে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে বলেন, ‘‘আমার পাশে সবাই দাঁড়াচ্ছে, আগামী দিনে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী অপরাধ করেছিল, যে তাকে এমন নির্মমভাবে মারা হল?’’ এই কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি আরও বলেন, ‘‘মহিলারা কি আজও কাজের জায়গায় সুরক্ষিত? আজও জানতে পারলাম না, সেই রাতে আমার মেয়ের সঙ্গে কী ঘটেছিল।’’ নির্যাতিতার বাবাও কান্নায় ভেঙে পড়েন, তাঁর চোখ মুছিয়ে দেন শুভেন্দু অধিকারী। সেই বিজেপি বিধায়ক চন্দনা বাউরিও কেঁদে ফেলেন।

শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়ে বলেন, ‘‘নির্যাতিতার জন্য সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে, আইন এবং গণতন্ত্র মেনে বিধানসভার ভিতরে এবং বাইরে প্রধান বিরোধী দলের সমস্ত বিধায়ক ধর্নায় বসবেন। আমরা দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার চাই।’’

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চারতলার সেমিনার হল থেকে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ পথে নেমেছেন। চিকিৎসকদের আন্দোলন, অনশন এবং কর্মবিরতি হয়েছে। এই মামলার বিচারপ্রক্রিয়া বর্তমানে সুপ্রিম কোর্টে চলছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।