খবর অনলাইনডেস্ক: বৃহস্পতিবার দুপুরে মরশুমের প্রথম তুষারপাত হল পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান সান্দাকফুতে। বহু বছর পর নভেম্বরে বরফ পড়ল। সাধারণত এই সময় বরফ পড়ে না। এই সময়ে যাঁরা পাহাড়ে ঘুরতে যান, তাঁরা বরফের আশা খুব একটা করেনও না। ফলে বৃহস্পতিবারের সান্দাকফু পর্যটকদের কাছে অপ্রত্যাশিত আনন্দ বয়ে এনেছে।
অক্টোবর মাসের শেষের দিকেই সিকিমে তুষারপাত হয়েছে। ফলে মনে করা হচ্ছিল যে এ বছর হয়তো কিছুটা আগে বরফ পড়তে পারে। গত বছর সান্দাকফুতে মরসুমের প্রথম তুষারপাত হয়েছিল ৭ ডিসেম্বর। এ বার ২১ নভেম্বরেই তুষারে মুখ ঢাকল সান্দাকফু। সেখানকার পর্যটকেরা বৃহস্পতিবার দুপুরে বরফের সৌন্দর্য উপভোগ করেছেন। তুষারপাত চলাকালীন রাস্তায় বেরিয়ে বরফের উপরেই হাঁটাচলা করতে দেখা গিয়েছে তাঁদের।
মরসুমের এত আগে প্রথম তুষারপাত হওয়ায় আগামী দিনগুলির জন্য আশায় বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরা। শীত আরও জাঁকিয়ে বসলে আরও বেশি তুষারপাতের সম্ভাবনা তৈরি হবে সান্দাকফুতে, মনে করছেন অনেকে। ফলে তাঁরা ডিসেম্বরের শীতের দিকে তাকিয়ে আছেন।
মাঝের দু’বছর দার্জিলিং শহরে বরফ পড়েনি। ফলে মনে করা হচ্ছে এ বছর দার্জিলিংয়ের ভাগ্যেও তুষারপাত রয়েছে।