Homeখবররাজ্যআরজি কর থেকে বদলি সন্দীপ ঘোষের স্ত্রী, বেলেঘাটার আইডি হাসপাতালে নতুন দায়িত্ব

আরজি কর থেকে বদলি সন্দীপ ঘোষের স্ত্রী, বেলেঘাটার আইডি হাসপাতালে নতুন দায়িত্ব

প্রকাশিত

আরজি কর মেডিক্যাল কলেজ থেকে বদলি করা হল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। তিনি মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার স্বাস্থ্য ভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে একই পদে কাজ করবেন।

হাসপাতাল সূত্রের খবর, ব্যক্তিগত কারণে দীর্ঘদিন ধরে ছুটিতে ছিলেন সঙ্গীতা ঘোষ। এবার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তবে তাঁর বদলি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে, কারণ আরজি কর হাসপাতাল আর্থিক দুর্নীতির মামলায় তাঁর স্বামী সন্দীপ ঘোষ বর্তমানে জেলবন্দি রয়েছেন। যদিও সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।

প্রসঙ্গত, গত বছরের ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক-শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠার পর রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকেরা প্রতিবাদে সরব হন। সেই সময় আন্দোলনের চাপেই অধ্যক্ষের পদ ছাড়তে বাধ্য হন সন্দীপ ঘোষ। পরে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ করা হলেও সেখানে নতুন করে বিক্ষোভ শুরু হয়, এবং কলকাতা হাই কোর্টের নির্দেশে তাঁকে ছুটিতে পাঠানো হয়।

এরপর গত ২৫ আগস্ট কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে। আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পাশাপাশি আরজি কর হাসপাতালে চিকিৎসক-শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগেও তাঁকে ‘শোন অ্যারেস্ট’ করা হয়। এই মামলায় তিনি জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও তিনি জেলবন্দি।

ইডির তদন্তকারীরা সন্দীপ ঘোষের পাশাপাশি তাঁর স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তির নথিও বাজেয়াপ্ত করেন। তদন্তে উঠে আসে, সন্দীপ ও সঙ্গীতা যথাযথ অনুমোদন ছাড়াই দুটি সম্পত্তি কিনেছিলেন, যদিও ২০২১ সালে সঙ্গীতার নামে কেনা আরও একটি সম্পত্তির বৈধ কাগজপত্র ছিল। তবে সঙ্গীতা ঘোষের বিরুদ্ধে কোনও আর্থিক দুর্নীতির মামলা দায়ের হয়নি।

এই প্রেক্ষাপটেই এবার তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হল। স্বাস্থ্য ভবনের এই সিদ্ধান্তের পেছনে প্রশাসনিক কারণ নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে চিকিৎসকমহলে নানা জল্পনা চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।