শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচলে বড়সড় বিঘ্ন ঘটতে চলেছে। বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো সেতুতে গার্ডার পরিবর্তন ও ব্যালাস্ট লাইন বসানোর কাজ হবে। এই কারণে ২২ জানুয়ারি রাত ১২টা থেকে ২৭ জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত সম্পূর্ণ পাওয়ার ব্লক থাকবে।
শিয়ালদহের ডিআরএম দীপক নিগম জানিয়েছেন, টানা চার দিনের জন্য শিয়ালদহ-ডানকুনি শাখায় কোনও লোকাল ট্রেন চলবে না। বাতিল হবে ২২ জোড়া ডানকুনি লোকাল ট্রেন। পাশাপাশি, একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেনও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল করা এক্সপ্রেস ট্রেনের তালিকায় রয়েছে কলকাতা-পটনা গরিবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জঙ্গিপুর রোড এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেস।
তবে কিছু এক্সপ্রেস ট্রেন ঘুরপথে চালানো হবে বলে জানিয়েছেন ডিআরএম। এই গুরুত্বপূর্ণ সেতুর মেরামতির কাজ শেষ হলে সংশ্লিষ্ট রুটের নিরাপত্তা ও পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us