দিন কয়েক আগেই শিয়ালদহ-রানাঘাট শাখায় এসি লোকাল চালু করেছিল পূর্ব রেল। এবার দুর্গাপুজোর আগেই শিয়ালদহ ডিভিশনের আরও দুই রুটে চালু হতে চলেছে নতুন এসি লোকাল। সোমবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া করে এসি লোকাল চলবে।
বর্তমানে রানাঘাট থেকে শিয়ালদহ হয়ে ফেরত আসা এক জোড়া এসি লোকাল ব্যস্ত সময়ে চলছে। এবার যাত্রীদের সুবিধার্থে আরও ট্রেন নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এসি লোকালের সময়সূচি
রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ রুট
- রানাঘাট থেকে ছাড়বে: সকাল ৭টা ১১ মিনিট
- বনগাঁ পৌঁছোবে: সকাল ৭টা ৫২ মিনিট
- বনগাঁ থেকে ছাড়বে: সকাল ৮টা ০২ মিনিট
- শিয়ালদহ পৌঁছোবে: সকাল ৯টা ৩৭ মিনিট
- শিয়ালদহ থেকে ফেরত ছাড়বে: সন্ধ্যা ৬টা ১৪ মিনিট
- বনগাঁ পৌঁছোবে: রাত ৮টা ০৪ মিনিট
- গন্তব্য রানাঘাট পৌঁছোবে: রাত ৮টা ৪১ মিনিট
শিয়ালদহ-কৃষ্ণনগর রুট
- শিয়ালদহ থেকে ছাড়বে: সকাল ৯টা ৪৮ মিনিট
- কৃষ্ণনগর পৌঁছোবে: দুপুর ১২টা ০৭ মিনিট
- কৃষ্ণনগর থেকে ফেরত ছাড়বে: দুপুর ১টা ৩০ মিনিট
- শিয়ালদহ পৌঁছোবে: দুপুর ৩টা ৪০ মিনিট
অতিরিক্ত লোকাল ট্রেন
শুধু এসি লোকালই নয়, শিয়ালদহ ডিভিশনে আরও কয়েকটি নতুন লোকাল ট্রেন চালুর ঘোষণা করেছে রেল।
- বিধাননগর–কল্যাণী লাইনে এক জোড়া লোকাল
- কল্যাণী–শিয়ালদহ লাইনে এক জোড়া লোকাল
- বারাসত–হাসনাবাদ শাখায় আরও এক জোড়া অতিরিক্ত লোকাল
পূর্ব রেলের এই সিদ্ধান্তে প্রতিদিন কয়েক লক্ষ যাত্রী উপকৃত হবেন বলে আশা। বিশেষত অফিসযাত্রীদের জন্য এই নতুন ট্রেনগুলি সুবিধাজনক হবে বলে মনে করছেন রেলকর্তারা।
আরও পড়ুন: পাঁচ দফায় মেরামত হবে শিয়ালদা ফ্লাইওভার, পুজোর পর ধাপে ধাপে সরানো হবে হকারদের