Home খেলাধুলো কাফা নেশনস কাপে ইরানের কাছে ০-৩ গোলে পরাজিত ভারত

কাফা নেশনস কাপে ইরানের কাছে ০-৩ গোলে পরাজিত ভারত

কাফা নেশনস কাপে ইরানের কাছে ০-৩ গোলে হেরে গেল ভারত। শেষ মুহূর্তে রক্ষণের ভুলে বড় হার। ভারতের শেষ ম্যাচ ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে।

India vs Iran

কাফা নেশনস কাপে এশিয়ার অন্যতম সেরা দল ইরানের বিরুদ্ধে লড়াই করেও হারল ভারত। সোমবারের ম্যাচে সন্দেশ জিঙ্ঘনরা ম্যাচের বেশিরভাগ সময় রক্ষণ শক্ত করে রেখেছিলেন। তবে শেষ কয়েক মিনিটে পরপর ভুলে ভেঙে পড়ল ভারতের ডিফেন্স।

ইরান জিতল ৩-০ গোলে। গোল করেন আমিরহোসেন এসফান্দিয়ার, আলি আলপোরঘারা ও মেহদি তারেমি। ম্যাচের প্রথমার্ধে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি ইরান। দ্বিতীয়ার্ধে জাহানবখশ ও তারেমির মাঠে নামার পর থেকে আক্রমণ বাড়তে থাকে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আসে দ্বিতীয় গোল, আর বাড়তি সময়ে তৃতীয় গোল।

এই জয়ে গ্রুপ শীর্ষে শেষ করে ইরানের ফাইনালে যাওয়া কার্যত নিশ্চিত। ভারতের লক্ষ্য এখন গ্রুপে দ্বিতীয় স্থান নিশ্চিত করা। শেষ ম্যাচে ৪ সেপ্টেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে পারলেই তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে খেলতে পারবে ভারত।

আরও পড়ুন: চোদ্দ বছর পর ফের যুবভারতীতে মেসি! ইডেন নয়, ‘গোট কনসার্ট’ বসছে সল্টলেকে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version