Home রাজ্য বাঁকুড়া হাতির হানায় অতিষ্ঠ সাধারন, কড়া নিরাপত্তা বলয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা

হাতির হানায় অতিষ্ঠ সাধারন, কড়া নিরাপত্তা বলয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা

0

বাঁকুড়া : এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল। মাঝেমধ্যে ঘটছে নানা দুর্ঘটনা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড় এবং সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক হাতি। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।

হাতির দাপটে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হলো বন দফতরের পক্ষ থেকে। এমনকি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়েও যাতে কোনওরকম সমস্যার মুখোমুখি হতে না হয় পরীক্ষার্থীদের সে কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে বনদফতরের পক্ষ থেকে।

জানা যাচ্ছে, বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হচ্ছে। এর জন্য ব্যবস্থা করা হয়েছে মোট ১৪ টি গাড়ির। উল্লেখ্য, আজ অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। এই পরিস্থিতিতে বাঁকুড়ার জঙ্গল লাগলো তিনটি পরীক্ষা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে বিপদপ্রবণ এলাকা হিসেবে। হাতির আক্রমণ রুখতে জঙ্গলের রাস্তাগুলিতে মোতায়ন করা হয়েছে হুলা পার্টি।

উল্লেখ্য, গোটা বছরই হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন বাঁকুড়া জেলার পাবয়া, ডাকাইসিনি, কালপাইনি সহ জঙ্গল ঘেরা বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই পরতে হয় হাতির হামলার মুখে। একাধিকবার ঘটেছে প্রাণহানির মতো ঘটনা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওরকম সমস্যা না পোহাতে হয় পরীক্ষার্থীদের এবার সে কথা মাথায় রেখেই একাধিক উদ্যোগ নিল বন দফতর।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ক্রমশ অবনমন, এ বার শীর্ষ ২৫ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version