Homeরাজ্যবাঁকুড়াহাতির হানায় অতিষ্ঠ সাধারন, কড়া নিরাপত্তা বলয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা

হাতির হানায় অতিষ্ঠ সাধারন, কড়া নিরাপত্তা বলয়ে চলছে মাধ্যমিক পরীক্ষা

প্রকাশিত

বাঁকুড়া : এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দল। মাঝেমধ্যে ঘটছে নানা দুর্ঘটনা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড় এবং সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে একাধিক হাতি। এই পরিস্থিতিতে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।

হাতির দাপটে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হলো বন দফতরের পক্ষ থেকে। এমনকি পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়েও যাতে কোনওরকম সমস্যার মুখোমুখি হতে না হয় পরীক্ষার্থীদের সে কথা মাথায় রেখে একাধিক ব্যবস্থা করা হয়েছে বনদফতরের পক্ষ থেকে।

জানা যাচ্ছে, বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পরীক্ষার্থীদের পৌঁছে দেওয়া হচ্ছে। এর জন্য ব্যবস্থা করা হয়েছে মোট ১৪ টি গাড়ির। উল্লেখ্য, আজ অর্থাৎ ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। এই পরিস্থিতিতে বাঁকুড়ার জঙ্গল লাগলো তিনটি পরীক্ষা কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে বিপদপ্রবণ এলাকা হিসেবে। হাতির আক্রমণ রুখতে জঙ্গলের রাস্তাগুলিতে মোতায়ন করা হয়েছে হুলা পার্টি।

উল্লেখ্য, গোটা বছরই হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে ওঠেন বাঁকুড়া জেলার পাবয়া, ডাকাইসিনি, কালপাইনি সহ জঙ্গল ঘেরা বিভিন্ন গ্রামের বাসিন্দারা। ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই পরতে হয় হাতির হামলার মুখে। একাধিকবার ঘটেছে প্রাণহানির মতো ঘটনা। জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওরকম সমস্যা না পোহাতে হয় পরীক্ষার্থীদের এবার সে কথা মাথায় রেখেই একাধিক উদ্যোগ নিল বন দফতর।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় ক্রমশ অবনমন, এ বার শীর্ষ ২৫ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

জমি-বাড়ি রেজিস্ট্রেশনে সমস্যার সমাধানে পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার

জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জটিলতা মেটাতে আসছে নতুন হেল্পলাইন নম্বর। নভেম্বরের মধ্যেই চালু হবে পরিষেবা, জানাল নবান্ন। নাগরিকদের জন্য সহজ, স্বচ্ছ ও দালালমুক্ত রেজিস্ট্রেশন পরিষেবা দিতে উদ্যোগী রাজ্য সরকার।