Homeভ্রমণভ্রমণের খবরদার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় এবার শোলে-স্টাইল মোটরবাইক! প্রবীণ পর্যটকদের সুবিধায় ভাবনা প্রশাসনের

দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় এবার শোলে-স্টাইল মোটরবাইক! প্রবীণ পর্যটকদের সুবিধায় ভাবনা প্রশাসনের

প্রকাশিত

ধর্মেন্দ্র চালাচ্ছেন, অমিতাভ পাশে বসে রয়েছেন। মান্না-কিশোরের গলায় তাদের লিপে বাজছে — ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’। হ্যাঁ, ঠিক এই শোলে সিনেমার বিখ্যাত দৃশ্যের অনুপ্রেরণাতেই এবার দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় চালু হতে পারে এমনই আইকনিক মোটরবাইক পরিষেবা। প্রশাসনের ভাবনায় রয়েছে, বয়স্ক পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য এই ব্যতিক্রমী পরিবহণ ব্যবস্থার পরিকল্পনা।

বস্তুত, দার্জিলিং রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বছরে লক্ষ লক্ষ পর্যটক এখানে ভিড় জমান। কিন্তু এই পাহাড়ি শহরে যাতায়াত সব বয়সের মানুষের জন্য সহজ নয়, বিশেষত বয়স্কদের পক্ষে ম্যাল চত্বর বা আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে পায়ে হেঁটে পৌঁছনো বেশ কষ্টকর। ব্যাটারিচালিত টোটো বা ছোট গাড়িও পাহাড়ি রাস্তায় সচরাচর চলে না। এই সমস্যা সমাধানে বিকল্প পরিবহণ ব্যবস্থার খোঁজে নেমেছে প্রশাসন।

৪ থেকে ৮ মে দার্জিলিং সফরে যান বিধানসভার পরিবহণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। চেয়ারম্যান স্বর্ণকমল সাহার নেতৃত্বে এই দলে ছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ (রানা), সুমন কাঞ্জিলাল, সুকুমার মাহাত, মনোজ ওঁরাও-সহ একাধিক জনপ্রতিনিধি। সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), জিটিএ-র প্রতিনিধি ও পরিবহণ দপ্তরের কর্তারাও।

সেখানেই উঠে আসে অভিনব এক প্রস্তাব— প্রবীণ পর্যটকদের জন্য ‘ক্যারিয়ার’সহ মোটরবাইক চালু করা হোক দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায়। অর্থাৎ, শোলে সিনেমার মতো স্টাইলিশ মোটরবাইকে এক চালক ও এক যাত্রী বসে সহজেই পাহাড়ি পথ পাড়ি দিতে পারবেন। স্ট্যান্ডিং কমিটির দাবি, এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসন ও জিটিএ কর্তারা। এখন চলছে এই প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখা।

এবার দেখার, সিনেমার পর্দা থেকে বাস্তবের রাস্তায় কবে নেমে পড়ে সেই বিখ্যাত বন্ধুত্বের বাইক, আর পাহাড়ের বুক চিরে ফেরে শোলের সেই অমর গান!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআই-এ ভর করে চাকরির খোঁজ! পড়ুয়াদের জন্য চমক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পড়ুয়াদের চাকরি খোঁজার সুবিধায় এআই বেসড জব সার্চিং টুল চালু করল মেদিনীপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। জায়ান্ট স্ক্রিনে মিলবে দেশ-বিদেশের চাকরির বিজ্ঞপ্তি ও সরাসরি আবেদনের সুযোগ।

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।