রাজ্যে ফিরতে ইচ্ছুক পরিযায়ী শ্রমিকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শ্রম দফতরের শনিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম লেখাতে পারবেন দুয়ারে সরকার শিবিরে।
বর্তমানে এই শিবিরগুলি চলছে আমাদের পাড়া আমাদের সমাধান (APAS) প্রকল্পের সঙ্গে সমন্বয় করে, যা আগামী ৩ নভেম্বর পর্যন্ত চলবে।
শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান তথা তৃণমূল সাংসদ সমীরুল ইসলাম বৈঠকের পর জানান, “যে সব এলাকায় প্রচুর মানুষ অন্যান্য রাজ্যে কাজের জন্য যান, সেখানে বিশেষ প্রচার চালানো হবে যাতে শ্রমশ্রী প্রকল্পের বিষয়ে সবাই জানতে পারেন।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। এর আওতায়, যারা রাজ্যে ফিরতে চান, তাঁরা এককালীন ৫,০০০ টাকা ভ্রমণ খরচের অনুদান এবং চাকরি না পাওয়া পর্যন্ত সর্বাধিক এক বছরের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।
সরকারের দাবি, শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যে ফেরত আসা শ্রমিকরা নতুন করে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
এই প্রতিবেদনটি পড়তে পারে
মাত্র ₹৫০০-এর মধ্যে ১০টি রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস, অ্যামাজনে মিলছে দারুণ অফারে!
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

