বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পুনর্বাসন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘শ্রমশ্রী’ প্রকল্পের মাধ্যমে আপাতত এক বছরের জন্য মাসে মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের।
প্রকল্প অনুযায়ী, যারা ভিনরাজ্য থেকে বাংলায় ফিরবেন, তাঁদের প্রত্যেককে এককালীন ৫ হাজার টাকা পুনর্বাসন ভাতা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা ফিরবেন, তাঁরা ভ্রমণ সহায়তা-সহ এককালীন ৫ হাজার টাকা করে পাবেন। যত দিন না কাজের ব্যবস্থা হচ্ছে, তত দিন মাসে মাসে সাহায্য দেওয়া হবে।”
তিনি আরও জানান, শ্রম দফতর এই প্রকল্পের নোডাল ডিপার্টমেন্ট। ফিরে আসা শ্রমিকদের দক্ষতা যাচাই করা হবে এবং প্রয়োজনে ‘উৎকর্ষ বাংলা’-র মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি থাকবে জব কার্ড, লোন, খাদ্যসাথী ও স্বাস্থ্যসাথী কার্ড, স্কুলে ভর্তির সুবিধা, কন্যাশ্রী ও শিক্ষাশ্রী-সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ। যাঁদের বাড়ি নেই, তাঁদের জন্য থাকবে কমিউনিটি কোচিং সেন্টারে থাকার ব্যবস্থা।
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার বাইরে প্রায় ২২ লক্ষ ৪০ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছেন। এঁদের সকলেই ‘শ্রমশ্রী’-র সুবিধা পাবেন। যারা এখনও নাম নথিভুক্ত করেননি, তাঁরা শ্রমশ্রী পোর্টালে নথিভুক্তির মাধ্যমে প্রকল্পের সুযোগ পাবেন। তাঁদের আই-কার্ডও দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভিনরাজ্যে বাংলার শ্রমিকদের উপর ভাষাগত ও সাংস্কৃতিক কারণে অত্যাচার করা হচ্ছে। “বাংলায় কথা বললেই কাউকে অপরাধী বানানো হচ্ছে, কোথাও বাংলাদেশি বলে জেলে ঢোকানো হচ্ছে। এই কারণেই আমরা এই প্রকল্প শুরু করেছি, যাতে বাংলার শ্রমিকরা নিরাপদে এবং সম্মানের সঙ্গে নিজেদের পায়ে দাঁড়াতে পারেন,” বলেন মমতা।
এর আগে কোভিডের সময়ও রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ সাহায্যের ব্যবস্থা করেছিল। এবার ‘শ্রমশ্রী’ প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের পুনর্বাসন ও আর্থিক সুরক্ষায় আরও এক ধাপ এগোল নবান্ন।
আরও পড়ুন: ‘দ্য বেঙ্গল ফাইল’ বিতর্কে তুঙ্গে, গোপাল ‘পাঠা’র নাতির আইনি নোটিস পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে
বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ন’টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস