Homeখবররাজ্যশুভেন্দুকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি কুণালের

শুভেন্দুকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি কুণালের

প্রকাশিত

নন্দীগ্রাম : শহীদ স্মরণেও কমলো না রাজনৈতিক উত্তাপ। শহীদ স্মরণের মঞ্চ থেকে ফের উত্তাপ শুরু রাজ্য রাজনীতিতে। শহীদ স্মরণের মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে কলার ধরে জেলে ভরার হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর নন্দীগ্রামের রাজনৈতিক তাপমাত্রার পারদ যে তরতরিয়ে বাড়বে তা আবারও পরিষ্কার হয়ে গেল।

এখনও নন্দীগ্রামের মানুষের মনে দগদগে হয়ে রয়েছে ২০০৭ সালের রক্তক্ষয়ী জমি আন্দোলন। লাল দুর্গের বিরুদ্ধে জমি পুনরুদ্ধার করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন কেড়ে নিয়েছিল বহু তরতাজা প্রাণ সেই ক্ষত এখন কাটিয়ে উঠতে পারেনি নন্দীগ্রামের মানুষ। নন্দীগ্রামের জমি আন্দোলনে সেই সমস্ত শহিদদের স্মরণ করে হাড় হিম করা ঠাণ্ডায় কাকভোরে মোমবাতি মিছিল করলো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ভাঙ্গাবেড়ায় শহিদ বেদীতে মাল্যদান করে তৃণমূলের একাধিক নেতৃত্ব। হাড় হিম করা ঠান্ডায় শহীদ স্মরণ মঞ্চ থেকে বাড়লো রাজনৈতিক উত্তাপ।

এদিন শহিদ বেদীতে মাল্যদান করার পর শহিদ স্মরণ মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন কুণাল। তিনি বলেন, “ঠিক সিপিএমের মতোই বিজেপির শুভেন্দু অধিকারীও মিথ্যা মামলায় ফাঁসানোর রাজনীতি করছেন।আগে সিপিএম সকলকে মিথ্যা মামলা দিয়েছে একের পর এক। সেই রাজনীতি আবার ফিরছে। বেইমান, গদ্দার শুভেন্দু সিবিআই, এনআইএ দেখিয়ে নিরাপরাধ তৃণমূল কর্মীদের, নিরাপরাধ নন্দীগ্রামবাসীকে জেলে ভরছে। ভগবান, আল্লাহ থাকলে একদিন কলার ধরে শুভেন্দুকে জেলে ভরব।”

শনিবার বিজেপির পক্ষ থেকেও নন্দীগ্রামে পালন করা হয় শহিদ স্মরণ দিবস। বিজেপির এই কর্মসূচি সহ নারদা সারদার প্রসঙ্গ এবং শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান নিয়ে কুনাল ঘোষ বলেন, “গ্রেপ্তারি এড়াতে তৃণমূল ছেড়ে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন।নন্দীগ্রামে শহিদদের রক্ত দিয়ে কেরিয়ার গড়েছেন শুভেন্দু। তাই তাঁর শ্রদ্ধা জানানোর কোনও অধিকার নেই।”

সালটা ২০০৭। ক্যালেন্ডারে জানুয়ারির ৭ তারিখ। নন্দীগ্রামের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে গিয়ে শহিদ হলেন বেশ কিছু মানুষ। তারপর থেকেই প্রতিবছর এই দিনটিকে শহিদ স্মরণ দিবস হিসেবে পালন করছে তৃণমূল কংগ্রেস। যদিও আগে এই দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারী কাঁধে। তবে বিধানসভা নির্বাচনের আগে দল পরিবর্তন করেন তিনি। তারপর থেকেই এই দিনটি পালনের বিশেষ দায়িত্ব দেওয়া হয় কুণাল ঘোষকে। অন্যদিকে এই দিনটি আলাদা ভাবে পালন করেন শুভেন্দু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সূর্যের আলোই হতে পারে গোপন অস্ত্র, বলছে নতুন গবেষণা

নতুন গবেষণায় দাবি, প্রতিদিন কিছু সময় সূর্যের আলোয় থাকলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য উপকার মিলতে পারে। কী বলছেন গবেষকরা?

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

আরও পড়ুন

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।