Homeরাজ্যশিলিগুড়িশিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

শিলিগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড বাধ্যতামূলক, নির্দেশিকা জারি পুরনিগমের

প্রকাশিত

শিলিগুড়ি: শহরের সমস্ত সাইনবোর্ড এবার বাংলায় লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পুরনিগম। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, দোকান, বিপণি, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল— সব ক্ষেত্রেই বাংলায় নাম লিখতে হবে। অন্যান্য ভাষা থাকতে পারবে, তবে প্রথমে বাংলা লেখা আবশ্যক। শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেছে পুরনিগম।

আগামী পয়লা বৈশাখের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। পুরনিগম জানিয়েছে, কেন্দ্রীয় দপ্তরগুলোকেও এ বিষয়ে অনুরোধ করা হবে।

পুরনিগমের সিদ্ধান্ত এবং বাস্তবায়ন

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি মেয়র পারিষদের বৈঠকে এই প্রস্তাব তোলা হয় এবং ৫ মার্চ বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে তা অনুমোদিত হয়। এরপর ২১ মার্চ বিজ্ঞপ্তি জারি করে পুরনিগম। ইতিমধ্যেই পুরনিগমের সমস্ত কার্যালয়, শাখা কার্যালয় ও বরো অফিসের সাইনবোর্ড বাংলায় লেখা হয়েছে।

শহরের প্রতিক্রিয়া

পুরনিগমের এই সিদ্ধান্তকে শহরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল সকলেই স্বাগত জানিয়েছেন।

শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন,
“আমরা বাংলায় থাকি, তাই বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে। শিলিগুড়ি উত্তরবঙ্গের রাজধানী, এখান থেকে ভাষার প্রসার ঘটানো দরকার। বাংলা ধ্রুপদী ভাষার সম্মান পেয়েছে। অন্যান্য ভাষা থাকুক, তবে বাংলা বাধ্যতামূলক করতে হবে।”

বাম পরিষদীয় দলনেতা মুন্সি নুরুল ইসলাম বলেন,
“এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, পুরনিগম যথাযথ পদক্ষেপ নেবে।”

বিজেপি বিরোধী দলনেতা অমিত জৈন বলেন,
“বাংলার সঙ্গে অন্যান্য ভাষাও থাকুক। এতে কারও সমস্যা নেই।”

অধ্যাপক বিনয় বর্মন মন্তব্য করেন,
“পুরনিগমের সিদ্ধান্ত খুবই ভালো। বাংলায় থেকে বাংলা ব্যবহার স্বাভাবিক বিষয়।”

ব্যবসায়ী মহলের সমর্থন

শহরের ব্যবসায়ী সংগঠনগুলিও এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। বিধান মার্কেট কমিটি ইতিমধ্যেই দোকানদারদের বাংলা সাইনবোর্ড লাগানোর নির্দেশ দিয়েছে।

ফোসিন (ফেডারেশন অফ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি)-এর সম্পাদক বিশ্বজিত দাস বলেন,
“এটি খুব ভালো পদক্ষেপ। বাংলায় বাংলার ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত প্রতিটি শহরেই। আমরা পুরনিগমের পাশে আছি।”

শিলিগুড়ির এই সিদ্ধান্ত রাজ্যের অন্যান্য শহরেও অনুকরণযোগ্য হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, ব্যবসায়ীরা কত দ্রুত এই নিয়ম মেনে চলেন এবং প্রশাসন কীভাবে তা কার্যকর করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আরও পড়ুন

পুজোর মুখে ফের চালু শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা, মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক

পুজোর মুখে ফের চালু হল শিলিগুড়ি-সিকিম হেলিকপ্টার পরিষেবা। মাত্র আধ ঘণ্টায় গ্যাংটক পৌঁছনো যাবে। মাথাপিছু খরচ সাড়ে ৪ হাজার টাকা। পর্যটন দপ্তরের আশা, এতে সিকিম ভ্রমণে আগ্রহ বাড়বে।

নবজীবন পাচ্ছে ঐতিহ্যবাহী দার্জিলিং স্টেশন, আর্ট ডেকো ধাঁচে হবে পুনঃসংস্কার

৮৯ বছরের পুরনো দার্জিলিং স্টেশন নতুন রূপে ফিরছে। ঐতিহ্যবাহী আর্ট ডেকো স্থাপত্য ফিরিয়ে আনার সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার সংযোজন হবে, জানাল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

তিস্তা নদীর উপর নির্মিত নতুন সেতু ভেঙে বিপত্তি, বিচ্ছিন্ন লাচেন-লাচুং

উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ মঙ্গলবার ভেঙে পড়ল। মাত্র এক বছরেরও...